জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও বাংলাদেশের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক গুরুতর অসুস্থ। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ক্রীড়াভিত্তিক গণমাধ্যম ক্রিকবাজের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।
জিম্বাবুয়ের ক্রীড়া মন্ত্রী শনিবার (১৩ মে) এক টুইট বার্তায় লিখেছেন, “হিথ স্ট্রিক তার শেষ পর্যায়ে রয়েছেন। তার পরিবার যুক্তরাষ্ট্র থেকে দক্ষিণ আফ্রিকার পথে। একমাত্র অলৌকিক কোনো ঘটনাই তাকে বাঁচাতে পারবে। প্রার্থনা করুন।”
হিথ স্ট্রিকের পরিবার বর্তমানে তার আরোগ্যের জন্য সকলের নিকট প্রার্থনা কামনা করেছেন। এছাড়া জিম্বাবুয়ের সাবেক শিক্ষামন্ত্রী ডেভিড কোলটার্টও এক বিবৃতিতে বলেন, জিম্বাবুয়ের ক্রিকেট যোদ্ধার জন্য সকলের প্রার্থনা চাই। জিম্বাবুয়ের অন্যতম সেরা ক্রিকেটার হিথ স্ট্রিক খুবই অসুস্থ। আমরা সবাই তার ও তার পরিবারের জন্য অনুগ্রহ করে প্রার্থনা করবো।
১৯৯৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয় স্ট্রিকের। জিম্বাবুয়ের জার্সিতে ১৮৯টি ওয়ানডে ম্যাচ এবং ৬৫টি টেস্ট খেলেছেন তিনি। টেস্টে ১ হাজার ৯৯০ রান এবং ২১৬টি উইকেট রয়েছে এই কিংবদন্তি ক্রিকেটারের। ওয়ানডে ফরম্যাটে ২ হাজার ৯৪৩ রান এবং ২৩৯টি উইকেট রয়েছে তার।
২০১৪ সালে টাইগারদের বোলিং কোচ হিসেবে নিয়োগ পান এবং ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দায়িত্ব পালন করেন।
ঢাকা বিজনেস/এমএ