০২ জুন ২০২৪, রবিবার



লালবাগে মদিনা মিষ্টান্ন ভাণ্ডারে আগুন নিয়ন্ত্রণে

ঢাকা বিজনেস ডেস্ক || ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:০৯ পিএম
লালবাগে মদিনা মিষ্টান্ন ভাণ্ডারে আগুন নিয়ন্ত্রণে


রাজধানীর লালবাগে মদিনা মিষ্টান্ন ভাণ্ডারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের গণমাধ্যম শাখার পরিদর্শক আনোয়ারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

আনোয়ারুল ইসলাম বলেন, ‘সোমবার দুপুর দেড়টার দিকে মদিনা মিষ্টান্ন ভাণ্ডারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।  ফায়ার সার্ভিসের ৮ ইউনিট আগুন নেভানোর কাজ করে। বিকেল ৩টা ২৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।’ 

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, 'আগুন মদিনা মিষ্টান্ন ভাণ্ডারের পাশে ৩/১ আতশখানা লেনে ডজ ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি মেটালাইজিং ভবনে ছড়িয়ে পড়ে। ভবনটিতে কারখানা, গোডাউন ছাড়াও বাসা-বাড়ি রয়েছে।’

গণমাধ্যম শাখার এই পরিদর্শক জানান, এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। 

ঢাকা বিজনেস/এন



আরো পড়ুন