১৮ মে ২০২৪, শনিবার



ঢাকাবাসীর কর্মঘণ্টা বাঁচাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার || ০২ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:০৯ পিএম
ঢাকাবাসীর কর্মঘণ্টা বাঁচাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে: প্রধানমন্ত্রী


ঢাকাবাসীকে আর ঘণ্টার পর ঘণ্টা জ্যামে বসে থাকতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘ঢাকাবাসীর কর্মঘণ্টা বাঁচাবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আজ আমি নিজে কাওলা টোল প্লাজা থেকে টোল পরিশোধ করে ফার্মগেট এসেছি মাত্র ১২/১৩ মিনিটে।’ শনিবার (২ সেপ্টেম্বর) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই আশ্বাস দেন। 

প্রধানমন্ত্রী বলেন, ‘আরও একটি মেগা প্রকল্প আমরা হাতে নিয়েছি। উত্তর ও পশ্চিমাঞ্চলের মানুষকে আর ঢাকা অতিক্রম করতে হবে না। ৩৯ কিলোমিটার উড়ালসড়ক হবে। তারা বাইপাস সড়কে চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।’

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগের হাতে দেশ স্বাধীন হয়েছে, পদ্মাসেতু হয়েছে, বঙ্গবন্ধু টানেল হয়েছে। সব সমস্যাও দূর করবে আওয়ামী লীগ সরকার। আমরা কর্মসংস্থান করেছি, ক্ষুধামুক্তও আমরা করবো। বৈশ্বিক সংকট আমাদের সাময়িক সমস্যা সৃষ্টি করেছে। আশাকরি সমাধান হবে।'

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আজ বড় মেগা প্রকল্পের একটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন হলো। সামনে অপেক্ষা করছে বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেলের মতিঝিল অংশসহ আরও ১৫০টি সেতু উদ্বোধন হতে যাচ্ছে। ইতোমধ্যে ডেটও ফাইনাল হয়েছে। এগুলো সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর রেখে যাওয়া সম্পদ জননেত্রী শেখ হাসিনার বদৌলতে।’

বিএনপির সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি হাওয়া ভবনে লুটপাট করা ছাড়া আর কিছু করেনি। জনগণের কথা তাদের মনে ছিল না। ঘোড়ার ডিম করেছে তারা। গতকালের ছাত্র সমাবেশ দেখে বিএনপির গলার পানি শুকিয়ে গেছে। তারা এখন শোকের মিছিল করছে।’

উল্লেখ্য,  রোববার (৩ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে এক্সপ্রেসওয়েতে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। 

ঢাকা বিজনেস/মাহি/এনই



আরো পড়ুন