দিনের শুরুতে ব্যাটাররা ভালো পারফর্ম না দেখাতে পারলেও বোলিংয়ে চমক দিচ্ছে টাইগাররা। ৩০ রানের আগেই ৩ উইকেট নিয়ে চাপে রেখেছে রোহিতদের। এদিকে, দলীয় ৩৭ রানের মাথায় ব্যক্তিগত ১ রানে মিরাজের বলে সাজঘরে ফেরেন কোহলি। ভারতের লক্ষ্য মাত্র ১৪৫ রান। এভাবে চলতে থাকলে শতরান পেরোতেই কষ্ট হবে তাদের। তবে, ভারত বলে কথা, শেষ পর্যন্ত লড়বে তারা। ৪ উইকেট হারিয়ে ৪৫ রান করে তৃতীয় দিনের মতো ইনিংস শেষ হলো ভারতের। চতুর্থ দিনেও ব্যাটে নামবে তারা।
ইনিংসের তৃতীয় ওভারে সাকিব টার্নে পরাস্ত করেছেন ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুলকে (২)। ব্যাটে ছোঁয়া লেগে বল চলে যায় উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের গ্লাভসে। মেহেদির বলে ৭ রান করে আউট হন শুভমান গিল।
এরপর আঘাত হানেন মেহেদি হাসান মিরাজ। তার ঘূর্ণি ডেলিভারি কিছুটা সামনে এসে ডিফেন্ড করতে চেয়েছিলেন চেতেশ্বর পূজারা। বল ধরে স্টাম্প ভেঙে দেন সোহান। ৬ রানে থামেন ভারতীয় ব্যাটিং স্তম্ভ।
এর আগে ১৫৯ রানেই ৭ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। শঙ্কা জেগেছিল দুইশর নিচে গুটিয়ে যাওয়ার। সেখান থেকে লোয়ার অর্ডারের তাসকিন আহমেদকে নিয়ে লড়াকু এক জুটি গড়েন লিটন দাস।
৭৬ বলে তাদের ৬০ রানের প্রতিরোধগড়া জুটিটি অবশেষে ভাঙেন মোহাম্মদ সিরাজ। দারুণ এক সুইংয়ে বোল্ড করেন লিটনকে। ৯৮ বলে ৭ বাউন্ডারিতে গড়া লিটনের ইনিংসটি ছিল ৭৩ রানের।
লিটন আউট হওয়ার পর আর বেশিদূর এগোয়নি বাংলাদেশের ইনিংস। শেষ ব্যাটার খালেদ আহমেদ রানআউট হয়েছেন ৪ করে। তাসকিন অপরাজিত ছিলেন ৩১ রানে। ৭০.২ ওভারে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থেমেছে ২৩১ রানে। ফলে মিরপুর টেস্টে ভারতের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ১৪৫ রানের।
ঢাকা বিজনেস/এম