০৪ এপ্রিল ২০২৫, শুক্রবার



সমৃদ্ধ ভবিষ্যত গড়তে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর ৫ দফা

ঢাকা বিজনেস ডেস্ক || ০৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:৩৯ পিএম
সমৃদ্ধ ভবিষ্যত গড়তে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর ৫ দফা


সবার জন্য মর্যাদাপূর্ণ জীবন ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৯ সেপ্টেম্বর) জি২০ শীর্ষ সম্মেলনে ‘এক পরিবার’ শীর্ষক অধিবেশনে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক পরিবারের সমান সদস্য হিসাবে আমাদের অবশ্যই সবার মর্যাদাপূর্ণ জীবন এবং সমৃদ্ধ ভবিষ্যতের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে।’

এ প্রসঙ্গে শেখ হাসিনা ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সব চ্যালেঞ্জ মোকাবিলা করে আগামী দিনে একটি উন্নত বিশ্ব ও সমৃদ্ধ ভবিষ্যত গড়ার লক্ষ্যে জি-২০ নেতাদের কাছে ৫ দফা সুপারিশ তুলে ধরেন। তিনি তাঁর প্রথম সুপারিশে বলেন, ‌‘টেকসই উন্নয়নের জন্য ২০৩০ এজেন্ডা বাস্তবায়ন জি-২০ সহ সব বহুপাক্ষিক উদ্যোগের আলোচ্য সূচির শীর্ষে থাকা উচিত।’

তিনি তাঁর দ্বিতীয় সুপারিশে বলেছেন, ‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য জি-২০-এর উচিত শুল্কমুক্ত, কোটা মুক্ত বাজারে প্রবেশাধিকার এবং এক তরফা শুল্ক অগ্রাধিকারের বর্ধিতকরণ এবং মসৃণ ও টেকসই রূপান্তর নিশ্চিত করতে উত্তরণের পর একটি উল্লেখযোগ্য সময়সীমার জন্য ধারাবাহিকভাবে ট্রিপস (টিআরআইপিএস) ছাড়ে সহায়তা করা।’

প্রধানমন্ত্রী তাঁর তৃতীয় মতামতে বলেন, ‘জি-২০ কৃষিসহ প্রয়োজনীয় পণ্যের মসৃণ, সময়োপযোগী এবং অনিশ্চিত সরবরাহ নিশ্চিত করতে তাদের বাজার খোলা রেখে দুর্বল অর্থনীতির দেশগুলোর পাশে দাঁড়াতে পারে।’

চতুর্থত দফায় তিনি বলেন, ‘শান্তিপূর্ণ, ন্যায্য ও অন্তর্ভূক্তিমূলক সমাজ গঠনের জন্য বিশ্ব জনসংখ্যার অর্ধেক নারীর প্রতি সমান মনোযোগ দিতে হবে।’

শেখ হাসিনা তাঁর চূড়ান্ত সুপারিশে বলেছেন, ‘বিশ্বব্যাপী মানব উন্নয়ন নিশ্চিত করতে অংশীদার, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি খাত এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সহায়তায় দক্ষিণ-দক্ষিণ এবং ত্রিভুজাকার সহযোগিতা জোরদার করতে হবে।’

বর্তমান বিশ্ব অর্থনীতিকে বিবেচনায় রেখে একটি ন্যায্য ও সুষ্ঠু অর্থনৈতিক শৃঙ্খলার জন্য সম্মিলিতভাবে কাজ করার সময় এসেছে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আমি বিশ্বাস করি  জি-২০ উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন প্রক্রিয়ায় সহায়ক হবে।’

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন