দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের ৪র্থ কার্যদিবসে আজ মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে চলছে লেনদেন। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, বুধবার (২৩ অক্টোবর) ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ০৯.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫২৩২ পয়েন্টে।
শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১.৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৭৫ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ১১.০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯১৩ পয়েন্টে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৯০ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৭ টির, কমেছে ২১১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১ টি কোম্পানির শেয়ারদর।