১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার



যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক || ০৭ মে, ২০২৩, ০৪:৩৫ এএম
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৮


যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি শপিং মলে আসা লোকজনকে লক্ষ্য করে বন্দুকধারীর গুলিতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও অন্তত ৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার (৬ মে) রাতে এ ঘটনা ঘটেছে। দেশটির সংবাদমাধ্যম সিএনএন এর একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।   

সংবাদে বলা হয়েছে, গুলির ঘটনার পর ডালাসের উত্তরে অবস্থিত অ্যালেন শহরের ওই মলটি থেকে কয়েকশ লোককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়েছেন, হামলাকারী ওই একজনই ছিল বলে মনে করা হচ্ছে।

আহত অন্তত ৭ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। নিহতদের মধ্যে কয়েকটি শিশু আছে বলে আশঙ্কা করা হচ্ছে।

অ্যালেনের ফায়ার সার্ভিসের প্রধান জনাথন বয়েড বলেছেন, ঘটনাস্থলে হামলাকারীসহ ৭ জনের মৃতদেহ পাওয়া গেছে। হাসপাতালে আহত আরও ২ জনের লাশ পাওয়া গেছে।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন