বিশ্বব্যাপী বিতর্কিত প্ল্যাটফর্ম টিকটক নিষিদ্ধ হচ্ছে শিগগিরই। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ বা বিক্রি হবে। টিকটকের কার্যক্রম নিষিদ্ধ বা বিক্রির নির্দেশনা চ্যালেঞ্জ করে করা আবেদন বাতিল করে দিয়েছে ফেডারেল আদালত। বাইটড্যান্সের মালিকানাধীন শর্ট ভিডিও অ্যাপটির ধারণা ছিল, যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত অন্তত তাদের যুক্তির সঙ্গে একমত হবেন।
কারণ টিকটকের মতে, এ আইনটি অসাংবিধানিক। তবে যুক্তরাষ্ট্রে পাশ হওয়া নতুন আইনটি বহাল রেখেছে দেশটির ফেডারেল আদালত এবং বলেছে, ‘কংগ্রেস ও পরপর কয়েকজন প্রেসিডেন্টের দীর্ঘমেয়াদি এবং দ্বিপক্ষীয় উদ্যোগের চূড়ান্ত সিদ্ধান্ত এই আইন’।
আইনানুযায়ী, টিকটককে ২০২৫ সালের শুরুতে নিষিদ্ধ বা বিক্রি করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে টিকটক নিষিদ্ধ করার প্রচেষ্টা ব্যর্থ হলেও তিনি সাম্প্রতিক নির্বাচনের প্রচারে জানিয়েছিলেন যে, এ নিষেধাজ্ঞা কার্যকর হতে দেবেন না।
এদিকে রায়ের পর টিকটক জানিয়েছে, তারা এ মামলাটি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে গিয়ে লড়বে। টিকটক জানিয়েছে, তাদের আইনি লড়াইয়ের শেষ নয়।