০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার



বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘পাঠান’

বিনোদন ডেস্ক || ১৬ এপ্রিল, ২০২৩, ০৭:৩৪ এএম
বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘পাঠান’


দেশীয় প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা আমদানি নিয়ে আলোচনা সমালোচনা হয়ে আসছে দীর্ঘদিন। বেশ কয়েকবার রব উঠেছিল যে, পাঠান সিনেমা দেশে মুক্তি পাবে। অবশেষে কিছু শর্তসাপেক্ষে হিন্দি সিনেমা আমদানির অনুমতি দিয়েছেন তথ্য মন্ত্রণালয়।

আগামী ৫ মে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ-দীপিকা অভিনীত সিনেমা ‘পাঠান’। সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে এটি আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অনন্য মামুন বলেন, 'দেশের বাজারে ‘পাঠান’ মুক্তির বিষয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা হচ্ছিল। দেশের মানুষ শাহরুখের এই সিনেমাটি দেখতে চায়। যদিও ইতোমধ্যেই ‘পাঠান’ অনেক ওটিটি মাধ্যমেই এসেছে। তবে প্রেক্ষাগ্রহে দেখার বিষয়টি একদমই আলাদা।

নির্মাতা আরও বলেন, 'সব জল্পনা-কল্পনা শেষে বলিউডের এই ছবিটি আগামী ৫ মে দেশে মুক্তি পাচ্ছে। আমরা ইতিমধ্যে ১৬টি প্রেক্ষাগৃহে সার্ভার বসিয়েছি। ঈদের পর আশা করছি, আরও ৪০টি সিনেমা হল প্রস্তুত হয়ে যাবে।'

প্রসঙ্গত, চলতি বছর ২৫ জানুয়ারি ভারতে মুক্তি শাহরুখ-দীপিকা অভিনীত ‘পাঠান’। এটি নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমায় আরও অভিনয় করেছেন জন আব্রাহাম। এছাড়া, সিনেমাটিতে ক্যামিও চরিত্রে দেখা গেছে সালমান খানকে।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন