২৬ জুন ২০২৪, বুধবার



ইনজুরিতে সাকিব

ক্রীড়া ডেস্ক || ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:০৯ পিএম
ইনজুরিতে সাকিব


বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। ইনজুরির কারণে প্রস্তুতি ম্যাচ থেকে ছিটকে গেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। মূল পর্বের ম্যাচে  আফগানিস্তানের বিপক্ষে সাকিবকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়।  

জানা যায়, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচের আগে ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পান সাকিব।অনেকটাই ফুলে গেছে তারকা এই ক্রিকেটারের পা। ফলে কারণে শঙ্কা তৈরি হয়েছে অধিনায়ক সাকিব আল হাসানকে ঘিরে। 

অ্যাংকেল ইনজুরির কারণেই লঙ্কানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে পারছেন না তিনি। এমনকি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।  

এদিকে, সাকিবের অনুপস্থিতিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন মিরাজ। এই ম্যাচে বাংলাদেশের শুরুর একাদশে নেই শান্ত ও মুস্তাফিজ। 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন