২৬ জুন ২০২৪, বুধবার



মীনা কুমারীর বায়োপিকে কৃতি

বিনোদন ডেস্ক || ২০ জুলাই, ২০২৩, ১১:০৭ এএম
মীনা কুমারীর বায়োপিকে কৃতি


বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। বর্তমানে ক্যারিয়ারের চূড়ায় অবস্থান করছেন তিনি। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে নিজের জায়গা পাকা করে নিয়েছেন তিনি। নির্মাতাদের পছন্দের তালিকায়ও আছেন সবার ওপরে। এবার বলিউডের কিংবদন্তি অভিনেত্রী মীনা কুমারীর বায়োপিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। বলিউডভিত্তিক বেশকিছু গণমাধ্যম তার অভিনয়ের বিষয়ে নিশ্চিত করেছে।  

সম্প্রতি মীনা কুমারীর জীবন নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দেন বলিউডের নামকরা ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা। এটি তার প্রথম সিনেমা। বলিউডের ‘ট্র্যাজেডি কুইন’ মীনা কুমারীকে নিয়ে তিনি দীর্ঘদিন ধরেই সিনেমা নির্মাণের স্বপ্ন দেখছিলেন। এবার তা বাস্তবায়ন হতে যাচ্ছে। এ বিষয়ে বলিউড হাঙ্গামাকে মণীশ জানান, ‘আমি একজন ফ্যাশন ডিজাইনার। এই পেশায় আসার আগে থেকেই সিনেমা নির্মাণের স্বপ্ন দেখতাম এবং মীনা কুমারীকে নিয়েই প্রথম সিনেমা বানানোর ইচ্ছে ছিল। এবার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। সিনেমায় কিংবদন্তির চরিত্রের জন্য আমরা অভিনেত্রী কৃতি শ্যাননকে নির্বাচিত করেছি। তবে তার বিপরীতে কে অভিনয় করবে, সে বিষয়ে এখনও কিছু ঠিক করিনি। আশা করি বলিউডে আমার নির্মাতা পরিচয় স্মরণীয় হয়ে থাকবে।’

এমন সংবাদ প্রকাশিত হওয়ার পর বেশ উচ্ছ্বসিত কৃতি শ্যানন। তিনি বলেন, ‘একবার এক সাক্ষাৎকারে আমার স্বপ্নের চরিত্র সম্পর্কে জানতে চাওয়া হয়। আমি তখন মধুবালা ও মীনা কুমারী চরিত্রটি আমার স্বপ্নের চরিত্র বলেছিলাম। এবার আমার সেই স্বপ্ন পূরণ হচ্ছে। নিজের সর্বোচ্চ দিয়ে কাজটি করার চেষ্টা করব। বাকিটা দর্শক বলবে।’

ঢাকা বিজনেস/এন/



আরো পড়ুন