২৬ জুন ২০২৪, বুধবার



অজি শিবিরে বুমরাহর জোড়া আঘাত

ক্রীড়া ডেস্ক || ১৯ নভেম্বর, ২০২৩, ০৭:১১ পিএম
অজি শিবিরে বুমরাহর জোড়া আঘাত


বিশ্বকাপ ফাইনাল যেনো বোলিং নৈপুণ্যতায় ভরপুর। শুরু থেকে আধিপত্য ধরে রেখেছে বোলাররা।  অজি বোলিং তোপে প্রথম ইনিংসে ২৪০ রানেই গুটিয়ে গেছে ভারত। লক্ষ্য তাড়ায় ভারতীয় বোলিং নৈপুণ্যে ৪৭ রানে ৩ উইকেট হারিয়েছে চাপে পড়েছে অস্ট্রেলিয়া।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ২৪০ রানে অল আউট হয়েছে ভারত। রান তাড়ায় এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭ ওভার  শেষে ৩ উইকেটে ৪৭ রান। ক্রিজে ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেন ব্যাট করছেন।

এদিন অজিদের হয়ে রান তাড়া করতে নামেন ডেভিড ওয়ার্নার ও ট্রেভিস হেড। জাসপ্রিত বুমরাহর করা প্রথম ওভার থেকেই ১৫ রান আনেন দুজন। দ্বিতীয় ওভারে আক্রমণে আসেন মোহাম্মদ শামি। প্রথম বলেই ৭ রান করা ওয়ার্নারকে ফিরিয়ে ভারতে কে আনন্দে ভাসান এই পেসার।

ক্রিসে আসা মিচেল মার্শ আজ বেশিক্ষণ টিকতে পারেননি।ক্রিজে থিতু হওয়ার আগে জাসপ্রিত বুমরাহর বলে ১৫ রান করে ফেরেন তিনি। এর পর ২২ গজে আসেন অজিদের ভরসার নাম স্টিভ স্মিথ।

ক্রিজে থিতু হওয়া আগে জাসপ্রীত বুমরাহর দ্বিতীয় শিকার হয়ে মাত্র ৪ রান করে আউট হন তিনি। ফলে টপ অর্ডারের সব উইকেট হারিয়ে বিপদে পড়ে অজিরা।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন