১৮ মে ২০২৪, শনিবার



তীব্র হতে পারে ঢাকাসহ ৩ বিভাগের তাপমাত্রা

স্টাফ রিপোর্টার || ১০ এপ্রিল, ২০২৩, ১০:০৪ পিএম
তীব্র হতে পারে ঢাকাসহ ৩ বিভাগের তাপমাত্রা


সারাদেশে তাপপ্রবাহের মাত্রা বেড়েছে। বর্তমানে সাত বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি ধরনের তাপপ্রবাহ, যা আরও বাড়ার শঙ্কা রয়েছে।

সোমবার (১০ এপ্রিল) রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, সারাদেশের উপর দিয়ে চলমান মৃদু (৩৬-৩৮ সেলসিয়াস) তাপপ্রবাহ মাঝারি (৩৮-৪০ সেলসিয়াস) আকারে পরবর্তী ৭ দিন অব্যাহত থাকতে পারে। এবং তা রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় বিক্ষিপ্তভাবে তীব্র (৪০-৪২ সেলসিয়াস) আকারে বয়ে যেতে পারে। 

চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এছাড়া রাজশাহী, ফরিদপুর, যশোর, মোংলা, কুমারখালীতেও থার্মোমিটারের পারদ উঠেছে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমে দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন