১৮ মে ২০২৪, শনিবার



ববি শিক্ষার্থী নির্যাতন, ১১ জনের বিরুদ্ধে মামলা

ববি সংবাদদাতা || ০৫ এপ্রিল, ২০২৩, ০১:০৪ পিএম
ববি শিক্ষার্থী নির্যাতন,  ১১ জনের বিরুদ্ধে মামলা


বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরে বাংলা হলের ৩ শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় ১১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৩ এপ্রিল) রাতে  ভুক্তভোগী রাজু মোল্লা বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন এলাকার বন্দর থানায় এই মামলা দায়ে করেন। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন। 

মামলার আসামিরা হলেন, ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তানজিদ মঞ্জু ও সিহাব উদ্দিন, মার্কেটিং বিভাগের রমজান আলী, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের হাসিব রায়হান মুন্না, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের রফিকুর রহমান ইমু, একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মো. নাঈমুর রহমান,  ইতিহাস ও সভ্যতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ফারদিন খান, গণিত বিভাগের দেলোয়ার হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো. ফাত্তাহুর রাফি, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের আলভির ইসলাম এবং হিসাববিজ্ঞান বিভাগের মো. শাওন। এছাড়া অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে মামলার আসামি করা হয়েছে। 

এ ব্যাপারে ওসি বলেন, 'মামলার এজাহার পেয়েছি। তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

উল্লেখ্য, গত রোববার (২ এপ্রিল ) রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ৩ কর্মী মার্কেটিং বিভাগের রাজু মোল্লা, মো. মিলন হোসাইন ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. সিফাত হাসানের ওপর হামলার ঘটনা ঘটে। শেরে বাংলা হলের ২০০৬ নম্বর কক্ষে আটকে রেখে ও  হলের সামনের মাঠে নিয়ে তাদের নির্যাতন করা হয়। খবর পেয়ে  প্রভোস্ট আবু জাফর মিয়া  এসে ৩ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। 

ঢাকা বিজনেস/বাকি /এন/



আরো পড়ুন