০২ জুন ২০২৪, রবিবার



সাপ্তাহিক ছুটিতে পর্যটকে মুখরিত কক্সবাজার সৈকত

তাফহীমুল আনাম, কক্সবাজার || ২১ জানুয়ারী, ২০২৩, ০৫:৩১ এএম
সাপ্তাহিক ছুটিতে পর্যটকে মুখরিত কক্সবাজার সৈকত


সাপ্তাহিক ছুটিতে কক্সবাজার সৈকতে হাজারো পর্যটকের সমাগম হয়েছে। দেশি-বিদেশি পর্যটকে মুখরিত এখন সৈকত। পরিবার নিয়ে ঘুরতে এসেছেন অনেকেই। আরো বেশি পর্যটক সমাগম হবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। এদিকে, পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা জোরদার করেছে ট্যুরিস্ট পুলিশ। 

শুক্রবার (২০ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত সৈকতে দেখা মিলছে হাজারো পর্যটক। বালিয়াড়িতে ঘোড়ায় চড়ে বেড়াচ্ছেন অনেকেই। ফটোগ্রাফারদের হাতে ক্যামেরাবন্দী হতেও দেখা গেছে অনেককে। বিচ বাইকে করে বালিয়াড়ির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরছেন কেউ। বালিয়াড়ি পেরিয়ে সমুদ্রের নীল জলরাশিতে মানুষের উপচেপড়া ভিড়ও দেখা গেছে। কেউ বা সারি সারি দল বেঁধে এসেছেন, কেউ কেউ পরিবার-পরিজন বা প্রিয়জনকে নিয়ে এসেছেন সৈকতে।


ভোলা থেকে আসা এক পর্যটক বলেন, পরীক্ষা শেষ তাই চলে এসেছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে। প্রতিবারের মতোই প্রকৃতির টানে ছুটে আসা। সাগরের নীল জলরাশি দেখে মনটা ভরে গেছে। এত সুন্দর সমুদ্র সৈকত থাকতে দেশের মানুষ কেন যে অন্য দেশে যায়?

আরেক পর্যটক রহমান বলেন, ‘কক্সবাজার এসে খুব ভালো লাগছে। তবে রুম না পেয়ে কিছুটা চিন্তায় ছিলাম। অবশেষে অনেক চেষ্টার পর একটি হোটেলে রুম পেয়েছি। তবে তাও কিছুটা অতিরিক্ত দামে।’ 

এক রেস্তোরাঁর পরিচালক সাকিবুল ইসলাম বলেন, ‘পর্যটকদের সেবায় আমরা সর্বদা প্রস্তুত আছি। পর্যটন শিল্পের যেন কোনো ক্ষতি না হয় সেজন্য আমরা সব খাবারের দাম কম রাখছি।সবসময় তাজা এবং ফ্রেশ খাওয়ানোর জন্য কাজ করছি।’ 


সি সেইফ লাইফ গার্ড সংস্থার সিনিয়র লাইফগার্ড মো. ভুট্টো মজুমদার বলেন, ‘সৈকতের কলাতলী থেকে শুরু করে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত শত শত পর্যটকের সমাগম রয়েছে। এদের বেশির ভাগই সমুদ্রে গোসল করছেন। তাই এসব মানুষের নিরাপত্তায় নজরদারি জোরদার করা হয়েছে। টাওয়ার থেকে পর্যবেক্ষণ, বালিয়াড়ি টহল ও সমুদ্রের পানিতে বোট নিয়ে কার্যক্রম চলমান রয়েছে।’ 

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের ওসি গাজী মিজান বলেন, ‘পর্যটকদের হয়রানি রোধে আমরা কাজ করে যাচ্ছি। পর্যটকদের অভিযোগ শোনার জন্য আমরা হেল্প ডেস্ক চালু রেখেছি। অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি।’ 

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন