অস্কার নিয়ে আলোচনা যেন থামছেই না। থামছে না দীপিকার অস্কারের মঞ্চে সাজ আর উপস্থাপনার আলোচনাও। লুই ভিতোঁর কালো অব শোল্ডার মারমেড গাউন, ডায়মন্ড স্টেটমেন্ট জুয়েলারি আর পুরোনো দিনের হলিউড গ্লিটার লুকে লাইম লাইটে ছিলেন দীপিকা পাড়ুকোন।
অব শোল্ডার গাউনে দীপিকাকে দেখে অনেকেরই মনে পড়ে গেছে লেডি গাগার কথা। ২০১৯ সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে এমন পোশাকেই দেখা গিয়েছিল লেডি গাগাকে। সোশ্যাল মিডিয়াতে উঠে এসেছে দুটি ছবিই। আর তা নিয়ে দিনভর চলেছে আলোচনা।
লুই ভিতোঁর ব্র্যান্ড অ্যাম্বাসেডর দীপিকা পাড়ুকোন। দীপিকার সাদামাটা লুকেও ছিল আভিজাত্য। এ দিনের জন্য কালো রঙের বিশেষ এই পোশাক বেছে নিয়েছিলেন তিনি। সুইটহার্ট নেকলাইনের এই পোশাকের সঙ্গে ডায়মন্ডের স্টেটমেন্ট নেকলেস পরেছিলেন। একই নেকলেস দেখা গিয়েছিল লেডি গাগার গলাতেও।
অধিকাংশ সময়ই অল-ব্যাক ভিন্টেজ গাউন পরতে ভালোবাসেন লেডি গাগা। তার পছন্দের রঙ কালো। আর তাই গাগা আর গাউন যেন সমার্থক। ২০১৯ সালের অস্কারের মঞ্চে এই কালো গাউনের সঙ্গে ডায়মন্ড আর পোখরাজ বসানো স্টেটমেন্ট নেকলেস পরেছিলেন গাগা। প্রায় একরকম লুক নিয়ে এবার হাজির হয়েছিলেন দীপিকা।
এত কিছুর মধ্যে নজর কাড়লো দীপিকার ঘাড়ের ট্যাটু। যেখানে লেখা ছিল ‘এইটিটুই’। যা আসলে দীপিকার নতুন বিউটি ব্র্যান্ডকে ট্রিবিউট। বিদেশি ব্র্যান্ডের নামিদামি প্রসাধনীর সঙ্গে পাল্লা দেয় দীপিকার ‘এইটিটুই’। মানুষের কাছে আরও সহজে পৌঁছে যাওয়ার লক্ষ্যেই তার এই প্রয়াস।
ঢাকা বিজনেস/এন/