যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যাঞ্চলীয় কয়েকটি অঙ্গরাজ্যে টর্নেডো আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। অনেকেই আহত হয়েছেন। অসংখ্য ঘরবাড়ি ভেঙে গেছে, গাছ উপড়ে পড়েছে রাস্তায়।
রোববার (২ এপ্রিল) স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে সংবাদটি প্রকাশ করেছে এনবিসি নিউজ।
এর আগে শুক্রবার ও শনিবারের এই শক্তিশালী টর্নেডোর তাণ্ডবে অনেকে বাড়িতে আটকা পড়েছেন। আরকানসাসসহ অন্তত ৬টি অঙ্গরাজ্যে এই টর্নেডো আঘাত হেনেছে।
খবরে বলা হয়েছে, উদ্ধার অভিযান চলছে। মৃত্যের সংখ্যা আরও বাড়তে পারে।
টেনেসির জরুরি ব্যবস্থাপনা সংস্থার এক মুখপাত্র বলেছেন, শুক্রবার থেকে পরপর আঘাত হানা এই ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর মধ্যে টেনেসি একটি, এই রাজ্যে ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। আরকানসাস, মিসিসিপি, ইন্ডিয়ানা এবং আলাবামাসহ আরও কয়েকটি স্থানে বাকিদের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ঢাকা বিজনেস/এম