১৬ জুন ২০২৪, রবিবার



পাকিস্তানে সুপ্রিম কোর্টের সামনে সরকারি দলের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক || ১৫ মে, ২০২৩, ০৯:৪০ পিএম
পাকিস্তানে সুপ্রিম কোর্টের সামনে সরকারি দলের বিক্ষোভ


পাকিস্তানে সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভ করছে দেশটির ক্ষমতাসীন জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম)। সোমবার (১৫ মে) সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের পক্ষ নেয়ার অভিযোগে বিচার বিভাগের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই বিক্ষোভের ডাক দিয়েছে জোটটি।

পাকিস্তানি গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে,  জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) কর্মীরা ইসলামাবাদের রেড জোনের গেট ভেঙে এগিয়ে গেলেও পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছে। গেট খোলার সঙ্গে সঙ্গেই হাজার হাজার পিডিএম কর্মী ভেতরে  প্রবেশ করেন।

পাকিস্তানের প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার আসাদ রহিম বলেছেন, শীর্ষ আদালতের বিরুদ্ধে বর্তমান জোট সরকারের বিক্ষোভ করার একমাত্র কারণ হচ্ছে ‘সুপ্রিম কোর্টকে ভয় দেখানো’। তিনি বলছেন, কারণ পাকিস্তানে ‘গণতন্ত্র ধ্বংসের’ পথে শেহবাজ সরকারের কাছে সুপ্রিম কোর্টই চূড়ান্ত বাধা।

সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভের সমালোচনা করেছেন ইমরান খান। তিনি বলেছেন, এটা নাটক ছাড়া আর কিছু নয়। ইমরান আরও বলেছেন, সোমবার ইন্টারনেট বন্ধ করে দেবে সরকার। যাতে সামাজিক মাধ্যম মানুষ ব্যবহার না করতে পারে।

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন