আগামী ভারতে অনুষ্ঠিত হচ্ছে মানস ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ হুইল চেয়ার ক্রিকেট টুর্নামেন্ট। বাংলাদেশ ও ভারতের অংশগ্রহণে ৮ মার্চ গুজরাটের সুরাত জেলার লালভাই কনট্রাক্টর স্টেডিয়ামে বসবে এ আসর। চলবে ১২ মার্চ পর্যন্ত।
এই টুর্নামেন্টে অংশ নিতে আগামী মঙ্গলবার ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দল। ১৩ মার্চ আবার দেশে ফিরে আসবে।
এ আসরে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের সার্বিক সহযোগিতায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), পৃষ্ঠপোষকতায় গ্রামীণফোন, ব্র্যাক, টিম, ওরিয়ান, বিজিএমইএ ও সিম গ্রুপ।
বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট স্কোয়াড
মো. মহসিন (অধিনায়ক), রিপন উদ্দিন (সহঅধিনায়ক), রনি গায়েন, মো. লিটন মৃধা, সাজ্জাদ হোসেন, আহাদুল ইসলাম, খোরশেদ আলম, মো. রাজন ,উজ্জ্বল বৈরাগী, মো. মহিদুল ইসলাম, মো. মোরদেশ আলম, রবিন গায়েন, রনি গায়েন, ও স্বপন দেওয়ান।
ঢাকা বিজনেস/এম