১৯ মে ২০২৪, রবিবার



মওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি || ২০ মে, ২০২৩, ০৩:০৫ পিএম
মওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত


টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের স্নাতক (সম্মান) ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মে) সকালে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ফরহাদ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর এ আর এম সোলাইমান ও ট্রেজারার প্রফেসর সিরাজুল ইসলামকে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

উল্লেখ্য, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ ২টি কেন্দ্রে একাডেমিক কাম রিসার্চ ভবন ও ২য় একাডেমিক ভবনে ১৮৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা কেন্দ্রে ৯৭-৯৮% উপস্থিত ছিল।

জিএসটিগুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের স্নাতক (সম্মান) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ মে ২০২৩ ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ জুন অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের পরিবহণ সুবিধার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বাসের ব্যবস্থা করা হয়।

ঢাকা বিজনেস/নোমান/এন/ 



আরো পড়ুন