১৭ জুন ২০২৪, সোমবার



‘দোয়া’ নিয়ে তিশার প্রত্যাশা

বিনোদন ডেস্ক || ২৯ মার্চ, ২০২৩, ০৯:০৩ এএম
‘দোয়া’ নিয়ে তিশার প্রত্যাশা


এই প্রজন্মের জনপ্রিয় টিভি অভিনেত্রী তানজিন তিশা। ভিন্ন ভিন্ন গল্প নিয়ে তৈরি নাটকে অভিনয় করে জয় করেছেন দর্শকদের মন। তারই ধারাবাহিকতায় আসছে তিশা অভিনীত নাটক ‘দোয়া’।

ঈদের জন্য নির্মিত ‘দোয়া’ নামের এই নাটকে তিশার সহশিল্পী ফারহান। ভিন্ন ধরনের গল্প নিয়ে তৈরি নাটকটির শুটিং এরই মধ্যে শেষ করেছেন এই অভিনেত্রী। 

নাটকটি রচনা করেছেন দয়াল সাহা। পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। এতে অভিনয় প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘দোয়া নিয়ে আমার প্রত্যাশা অনেক। চেষ্টা করেছি চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। বাকিটা দর্শক বলতে পারবেন।’ 

এছাড়া, এরই মধ্যে তানজিন তিশা শেষ করেছেন তারেক রেজা রহমান সরকারের পরিচালনায় ‘একটি নীল রঙের শার্ট’ নামে আরও একটি নাটকের কাজ। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন মোশাররফ করিম। 

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন