২৬ জুন ২০২৪, বুধবার



বৃষ্টির হানায় ফের বন্ধ বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ

ক্রীড়া ডেস্ক || ২১ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:০৯ পিএম
বৃষ্টির হানায় ফের বন্ধ বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ


বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। ফিল্ডিংয়ে নেমে বৃষ্টিতে পঞ্চম ওভারেই বন্ধ হয়ে যায় খেলা । প্রায় ২ ঘণ্টা ৮ মিনিট বন্ধ থাকার পর ৮ ওভার কমিয়ে আবারও খেলা মাঠে গড়ায়। ৩৩.৪ ওভারে এসে  ফের  বৃষ্টির হানায়  বন্ধ রয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান। প্রথম ধাপে বৃষ্টি বন্ধ হওয়া পর খেলা শুরু হলে নিউজিল্যান্ড ওপেনার ফিন অ্যালেনকে ফেরান মোস্তাফিজ। নুরুলের ক্যাচ হয়ে ফেরার আগে ৯ রান করেন অ্যালেন। বেশিক্ষণ টিকতে পারেননি তিন নম্বরে নামা চ্যাড বোয়েসও। ১ রান করতেই তাকে ফেরত পাঠিয়েছেন মোস্তাফিজ।

পরপর দুই উইকেট হারানোর পর ভয়ংকর হয়ে উঠছিল নিকোলাস-ইয়ং জুটি। দলীয় ১১৩ রানে নিকোলাসকে এলবিডব্লিয়ের ফাঁদে ফেলেন কাটার মাস্টার। এতে ভেঙে যায় ৯৭ রানের জুটি। যে কোনো উইকেটে মিরপুরের মাঠে এটি তাদের সর্বোচ্চ জুটি। এরপর নতুন ব্যাটারকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি ইয়ংও। তাকে ফিরিয়েছেন নাসুম। তার ঘূর্ণিতে স্ট্যাম্পিং হয়ে ফেরার আগে ৯১ বলে ৫৮ রান করেন উইল ইয়ং। এক বল বাদেই রাচিন রবিন্দ্রকে এলবির ফাঁদে ফেলেন নাসুম।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন