১১ মার্চ ২০২৫, মঙ্গলবার



শিল্প-সাহিত্য
প্রিন্ট

শিল্পী নাজমুন নাহার রহমানের একক চিত্র প্রদর্শনী শনিবার থেকে

ঢাকা বিজনেস ডেস্ক || ০৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:০২ পিএম
শিল্পী নাজমুন নাহার রহমানের একক চিত্র প্রদর্শনী শনিবার থেকে


শিল্পী নাজমুন নাহার রহমানের পাচঁ দিনব্যাপী একক চিত্র প্রদর্শনী আগামী ৮ ফেরুয়ারি (শনিবার) থেকে শুরু হতে যাচ্ছে। রাজধানীর ধানমন্ডির সফিউদ্দিন শিল্পালয়ে (বাড়ি ২১/এ, ১ম তলা, রোড-৪, ধানমন্ডি, ঢাকা-১২০৫) অনুষ্ঠেয় এ চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে। 

এতে বিশিষ্ট আতিথী হিসাবে উপস্থিত থাকবেন চিত্র শিল্পী অধ্যাপক সৈয়দ আবুল বারাক আলভী ও শিল্পী প্রফেসর মোস্তাফিজুল হক এবং জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চিত্র সমালোচক আইয়ুব ভূঁইয়া।

বিকাল পাঁচটায় এ প্রদর্শনীর উদ্বোধন হবে। দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত আটটা অবধি প্রদর্শনী উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে শিল্পীর ২৩ টি চিত্র কর্ম স্থান পাবে।

নাজমুন নাহার রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রইয়িং এ্যান্ড পেইন্টিং থেকে অনার্সসহ মাস্টার্স শেষ করেন। তিনি দেশে এবং বিদেশে বহু গ্রুপ প্রদর্শনী, আর্ট ক্যাম্প এবং ওয়ার্ক শপে অংশ নিলেও এবারই প্রথম তাঁর একক চিত্র প্রদর্শনী হচ্ছে। তিনি যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান, ভারত ও নেপালে তাঁর শিল্পকর্ম নিয়ে গ্রুপ প্রদর্শনী অংশ গ্রহণ করেন। এ মধ্যে ফ্রান্স, ভারত ও নেপাল থেকে শিল্পী নাজমুন নাহার বিভিন্ন পুরস্কার লাভ করেন। 

 



আরো পড়ুন