২৬ জুন ২০২৪, বুধবার



মালিকানা নির্দিষ্ট করতে ভূমিবণ্টন ব্যবস্থাকে ডিজিটালাইজ করতে হবে: প্রধানমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ২৯ মার্চ, ২০২৩, ০৪:০৩ পিএম
মালিকানা নির্দিষ্ট করতে ভূমিবণ্টন ব্যবস্থাকে ডিজিটালাইজ করতে হবে: প্রধানমন্ত্রী


জমির মালিকানা সংক্রান্ত সামাজিক ও পারিবারিক সমস্যার সমাধানসহ ঝামেলামুক্ত সেবা নিশ্চিতে ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘ভূমির মালিকানা সুনির্দিষ্ট করার জন্য ভূমিবণ্টন ব্যবস্থাকে ডিজিটালাইজ করতে হবে। এর মাধ্যমে পারিবারিক ও সামাজিক সমস্যার সমাধান হবে।’বুধবার (২৯ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি)-তে দেশের প্রথম ৩ দিনব্যাপী জাতীয় ভূমি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সমাজে এটা খুবই সাধারণ ঘটনা যে ভাই-বোন উভয়েই একে অন্যকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করে। যার ফলে হামলা, হত্যা ও সংঘর্ষের ঘটনা ঘটে।’ তিনি আরও বলেন, ‘যদি একটি সঠিক ভূমি ব্যবস্থাপনা ব্যবস্থা নিশ্চিত করা যায়, তাহলে সমস্যার সমাধান হবে।’

শেখ হাসিনা বলেন, ‘সরকার দেশে-বিদেশে অবস্থানরত সব মানুষের জমির মালিকানা রক্ষার ব্যবস্থা নিয়েছে।’ তিনি বলেন, ‘আপনি দেশ- বিদেশে যেখানেই থাকুন না কেন,  আপনার (দেশবাসী) সম্পত্তি আপনারই থাকবে। আমরা আপনার অধিকার সুরক্ষিত ও সুরক্ষার জন্য ব্যবস্থা নিয়েছি।’

জমি সংক্রান্ত পরিষেবা পাওয়ার সময় জনগণকে কিছুতেই ঝামেলার সম্মুখীন করা যাবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা একটি ডিজিটাল ল্যান্ড সিস্টেম তৈরি করছি বলে সমস্যাটি আর থাকবে না।’

একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সাতটি উদ্ভাবনী উদ্যোগেরও সূচনা করেন। এগুলো হলো,  লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতিস্তম্ভ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব গুচ্ছগ্রাম কমপ্লেক্স, রেজিস্ট্রেশন-মিউটেশন ইন্টারকানেকশন, স্মার্ট ল্যান্ড ম্যাপ, স্মার্ট ল্যান্ড রেকর্ডস, স্মার্ট ল্যান্ড পিডিয়া, স্মার্ট ল্যান্ড। সারাদেশে ৪০০ উপজেলায় সার্ভিস সেন্টার ও আধুনিক ভূমি অফিস। সূত্র: বাসস

ঢাকা বিজনেস/এনই/

  



আরো পড়ুন