২৯ জুন ২০২৪, শনিবার



মাহমুদউল্লাহর ‘৫০০০’

ক্রীড়া প্রতিবেদক || ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:০৯ পিএম
মাহমুদউল্লাহর ‘৫০০০’


চতুর্থ বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্যারিয়ারে ৫০০০ রান পূর্ণ করলেন মাহমুদউল্লাহ। নিউজিল্যান্ড অধিনায়ক লকি ফার্গুসনের বলে ডাবলস নিয়ে তিনি মাইলফলক ছুঁয়েছেন। তার আগে তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে এই মাইলফলক ছুঁয়েছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪৯ রান করে আউট হন তিনি। আজও ২৭ বলে ২১ করে আউট হন তিনি। 

এদিকে, ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে আজ প্রথম ম্যাচ নাজমুল হোসেন শান্তর। প্রথম ম্যাচেই হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। চতুর্থ বাংলাদেশি হিসেবে অধিনায়কত্বের অভিষেকেই ফিফটি পেলেন তিনি। তার আগে ওয়ানডেতে আমিনুল ইসলাম, হাবিবুল বাশার, সাকিব আল হাসান অধিনায়কত্বের অভিষেকেই ফিফটি পেয়েছেন। 

প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ১৪৭ করে বাংলাদেশ। ব্যাটে রয়েছেন মেহেদী-শান্ত।    

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয়েছে। এর আগে টস জিতে ব্যাটিং নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৮৬ রানে পরাজয় বরণ করেছিল বাংলাদেশ। যে কারণে তিন ম্যাচ সিরিজে পিছিয়ে আছে টাইগাররা। তাই সিরিজ হার এড়ানোর লক্ষ্য নিয়ে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামছে লাল সবুজের দল।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন