০২ জুন ২০২৪, রবিবার



২ টাকায় পুরি বিক্রি করে সংসার চালান হাফিজার

সনতচক্রবর্ত্তী, ফরিদপুর || ২২ মে, ২০২৩, ০২:০৫ পিএম
২ টাকায় পুরি বিক্রি করে সংসার চালান  হাফিজার


ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ইউছুফের বাগ এলাকায় ২ টাকার পুরি বিক্রি করে সংসার চালাচ্ছেন হাফিজার মোল্লা। সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন ধরে ২ টাকা দামে পুরি বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন হাফিজার।

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সব জিনিসপত্রের দাম। এরপরও গত ৭ বছর ধরে ২ টাকা দামেই পুরি বিক্রি করে আসছেন তিনি। কম দামের পাশাপাশি সুস্বাদু ও মচমচে এই পুরির চাহিদাও অনেক। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বিক্রি করেন গড়ে ৪ হাজার পুরি। হাফিজার মোল্লা বলেন, 'প্রতিদিন দোকান খুলে ২ টাকা দামে পুরি বিক্রি করে যা আয় হয়, তাই দিয়ে  সংসার চালাতে হয়। দুই ছেলে-এক মেয়ে, স্ত্রী  নিয়ে আমার সংসার। এক মেয়ে ও এক ছেলে মাদ্রাসায় পড়াশোনা করছে। আরেক ছেলে জাহাজে চাকরি করছে।' 

স্থানীয় এক গণমাধ্যম কর্মী বলেন, 'এখানে পুরি  খেতে বিকাল থেকেই  ভিড় জমে হাফিজের দোকানে। ইতোমধ্যে, সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে এই পুরির দোকানের কথা। পথ চলতি মানুষজন থেকে শুরু করে ছাত্র-ছাত্রী, অনেকেই এখন বিকেলের মুখরোচক হিসেবে বেছে নিচ্ছেন ২ টাকার পুরি। অনেকে ব্যাগ ভর্তি করে বাড়ির জন্যও নিয়ে যাচ্ছেন।' 

ক্রেতা মো. আলম শেখ বলেন, 'আমি বোয়ালমারী থেকে  প্রায়ই  এই দোকানে এসে পুরি খাই । এখানকার পুরি খুবই সুস্বাদু। পুরির মূল্য মাত্র ২ টাকা পিস। প্রতিদিনই খোলা থাকে পুরির এই দোকান।' 

পুরির  দোকানের মালিক মো. হাফিজার মোল্লার স্ত্রী বলেন, 'স্বল্প মূল্যের পুরির এই দোকানে তৈরি করা হয় ক্রেতার চাহিদা মোতাবেক। প্রতিদিন ৪ হাজার পিস পুরি তৈরি করা হয়। এই দোকানে আমরা স্বামী স্ত্রী মিলে পরিচালনা করে থাকি।' 

তিনি আরও বলেন, 'বোয়ালমারী,আলফাডাঙ্গা, মোহাম্মদপুর, কাদিয়ানীসহ বিভিন্ন এলাকায় থেকে মানুষ খেতে আসে। আমি আশা করি, যতদিন পারব এই মূল্যেই চালিয়ে যাব।'

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন