১৮ মে ২০২৪, শনিবার



১২ বল হাতে রেখেই জিতে গেলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || ০৯ মার্চ, ২০২৩, ১১:৩৩ পিএম
১২ বল হাতে রেখেই জিতে গেলো বাংলাদেশ


বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। টি টুয়েন্টি এবং ওয়ানডে চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে এক প্রকার হেসে খেলেই হারিয়ে দিল টাইগাররা। ইংল্যান্ডের ছুড়ে দেওয়া ১৫৭ রানের লক্ষ্য বাংলাদেশ পেরিয়ে গেলো ২ ওভার এবং ৬ উইকেট হাতে রেখেই।  

ইনিংসে টাইগারদের হয়ে ওপেনিং জুটিতে নেমেছিলেন লিটন দাস ও রনি তালুকদার। তারা ৩৩ রান করে আউট হয়েছেন। ইনিংসে সবচেয়ে বেশি রান করেছেন শান্ত। তিনি ৩০ বলে ৫০ রান করেছেন। তৌহিদ অভিষেক ম্যাচে ১৭ বলে করেছেন ২৪ রান। রনি ১৪ বলে ২১ রান এবং লিটন করেছেন ১০ বলে ১২ রান। অধিনায়ক সাকিব ২৪ বলে ৩৪ এবং আফিফ ১৩ বেলে ১৫ রান করে নট আউট রয়েছেন।     

এদিকে, টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তিন নতুন মুখ নিয়ে নেমেছিল সাকিবের দল। অভিষেক হয়েছে তৌহিদ হৃদয়ের। আর ৮ বছর পর দলে ফেরা রনি একাদশে জায়গা করে নিয়েছিলেন। প্রায় দেড় বছর পর খেলেছেন শামীম পাটোয়ারী। 

মাত্র ১৫৬ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসজুড়েই যেন উড়েছে বাংলাদেশ। আজকের ম্যাচ প্রথম থেকেই বাংলাদেশের অনুকূলেই ছিল। এর আগে ওয়ানডে সিরিজে ২-১ পয়েন্ট ব্যবধানে হারার পর টি-টোয়েন্টিতে যেন জেতার বিকল্প ছিল না টাইগারদের।  

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন