২৬ জুন ২০২৪, বুধবার



অর্থনীতি
প্রিন্ট

সূচকের পতনে লেনদেন শেষ

ঢাকা বিজনেস ডেস্ক || ২০ মার্চ, ২০২৩, ০৩:০৩ পিএম
সূচকের পতনে লেনদেন শেষ


ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)-এ সোমবার(২০ মার্চ) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনও কমেছে।  এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও লেনদেন কমেছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে ৩৪৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১০৭ কোটি ৬২ লাখ টাকা কম লেনদেন হয়েছে। রবিবার ডিএসইতে ৪৫২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১৫  পয়েন্টে।

সোমবার ডিএসইতে ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৪টির।

 সিএসইতে সূচকের নামমাত্র উত্থানে লেনদেন শেষ হয়েছে। সোমবার সিএসইতে ৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 ঢাকা বিজনেস/তারেক/এনই/



আরো পড়ুন