২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



নর্দান বিশ্ববিদ্যালয়ে বসন্তবরণ ও পিঠা উৎসব

স্টাফ রিপোর্টার || ১৬ ফেব্রুয়ারী, ২০২৪, ০৬:৩২ পিএম
নর্দান বিশ্ববিদ্যালয়ে বসন্তবরণ ও পিঠা উৎসব


নর্দান বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত হয়ে গেলো বসন্তবরণ ও পিঠা উৎসব। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর কাওলায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হয়।



উৎসবে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান বিশ্ববিদ্যালয়ে ট্রাস্টি বোর্ডর ভাইস-চেয়ারম্যান  হালিমা সুলতানা জিনিয়া। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান  প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, উপাচার্য, প্রফেসর ড. আনোয়ার হোসেন,  উপ-উপাচার্য, প্রফেসর ড. নজরুল ইসলাম, আইটি বিভাগের উপদেষ্টা   সাদ-আল-জাবির আব্দুল্লাহ,  এনইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য এবং মিস. লাবিবা আব্দুল্লাহ।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হিউম্যান অ্যান্ড সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির  ডিন অধ্যাপক আনোয়ারুল করিম,  বিভাগের বাংলা বিভাগের  চেয়ারম্যান অধ্যাপক ড. রকিবুল হাসান, ইংরেজি বিভাগের প্রধান মো. জসীম উদ্দিন প্রমুখ।   


অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক নুসরাত জাহান দীনা, ইংরেজি বিভাগের প্রভাষক আনিকা খান, বাংলা বিভাগের প্রভাষক জান্নাতুল যূথী ও ব্যবসায় প্রশাসনের প্রভাষক তন্দ্রা রহমান।   



আরো পড়ুন