খুলনা মহানগরীর রূপসা এলাকায় বন্ধ থাকা দাদা ম্যাচ ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের পৌনে ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার (৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে কারখানার ভেতরে একটি পরিত্যক্ত স্থান থেকে এ অগ্নিকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের ধোঁয়ায় টুটপাড়া, লবণচরা, রূপসা, হাজী মহসীন রোডসহ আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। এসময় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস অফিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে টুটপাড়া ফায়ার সার্ভিসের দুটি ও বয়রা থেকে একটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানার একটি কক্ষে সালফার নামের একটি রাসায়নিক মজুদ রাখা ছিল। মূলত সেখান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।’
তুরান/এম