২৬ জুন ২০২৪, বুধবার



যেভাবে দেখবেন ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ

ক্রীড়া ডেস্ক || ২২ নভেম্বর, ২০২৩, ০১:১১ এএম
যেভাবে দেখবেন ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ


বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি হতে যাচ্ছে লাতিন আমেরিকার দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। যেটিকে সুপার ক্লাসিকো বলা হয়ে থাকে। বুধবার (২২ নভেম্বর) ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে ভোর সাড়ে ৬টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে । শক্তির বিচারে স্বাগতিকদের চেয়ে বেশ এগিয়ে থেকেই এদিন মাঠে নামবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্সে দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষেও জয়ের লক্ষ্যে সেরা একাদশ নিয়ে মাঠে নামবে তারা। দুই উইঙ্গব্যাকে নাহুয়েল মলিনা ও নিকোলাস ত্যাগলিয়াফিকো খেলতে পারেন। দলটির মধ্যভাগে দেখা যেতে পারে এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, ডি পলের মতো ফুটবলারদের। আক্রমণে মেসি ও ডি মারিয়ার সঙ্গে লওতারো মার্টিনেজের খেলার সম্ভাবনাই বেশি।

আর্জেন্টিনা পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে পারলেও ব্রাজিলকে খেলতে হবে অনেকটা নতুন দল নিয়েই। কাতার বিশ্বকাপ খেলা দল থেকে তিন-চারজন ফুটবলারকে দেখা যেতে পারে শুরুর একাদশে। অ্যালিসন বেকার, রাফিনহা, মার্কুইনোসদের পাশাপাশি রদ্রিগোর দিকেই তাকিয়ে থাকতে হবে ব্রাজিলকে। 

বাংলাদেশ থেকে কোনো চ্যানেলে ম্যাচটি সরাসরি দেখা যাবে না। তবে অনলাইনে ম্যাচটি দেখার সুযোগ রয়েছে। ইয়াল্লা টিভি এবং ইয়াসিন টিভিতে ম্যাচটি দেখতে পারবে ফুটবলপ্রেমীরা। 



আরো পড়ুন