২৬ জুন ২০২৪, বুধবার



রামপালে বিদ্যুৎকেন্দ্রের ২০০ কেজি ক্যাবল উদ্ধার

বাগেরহাট সংবাদদাতা || ০২ মার্চ, ২০২৩, ০৬:৩৩ পিএম
রামপালে বিদ্যুৎকেন্দ্রের ২০০ কেজি ক্যাবল উদ্ধার


বাগেরহাটের রামপালে তাপ বিদ্যুৎকেন্দ্র এলাকা থেকে ২০০ কেজি হেভি কপার ক্যাবল উদ্ধার করেছে আনসার ব্যাটালিয়ন-৩। বৃহস্পতিবার (২ মোর্চ) ভোর ৫.৩০ মিনিটের সময় দলটি এই তার উদ্ধার করে। আনসার ব্যাটালিয়ন-৩-এর অধিনায়ক চন্দন দেব নাথ এই তথ্য নিশ্চিত করেছেন।

রামপাল ক্যাম্পোর প্লাটুন কমান্ডার মো. শাহজালাল হাওলাদার বলেন, ‘ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথের নির্দেশে আমরা বিদ্যুৎকেন্দ্রের বি-৯-এলাকায় অভিযান চালাই। এ সময় ১.৫ ইঞ্চি চওড়া ও ২৪০ ফুট লম্বা ২০০ কেজিরও বেশি হেভি কপার ক্যাবল উদ্ধার করা হয়।  এসব ক্যাবলের আনুমানিক মূল্য ৩ লাখ  টাকা।’

ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, ‘এ জাতীয় রাষ্ট্রীয় সম্পদ চুরির সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাপ বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী উদ্ধার হওয়া মালামাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।’

উল্লেখ্য, ২০২২ সালে মে থেকে এখন পর্যন্ত পঞ্চাশোর্ধ্ব অভিযানে ৬০ লাখ ৮২ হাজার ৩০০ টাকার চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।  এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪১ জন আটক করে পুলিশে সোপর্দ করেছে আনসার ব্যাটালিয়ন-৩। 

ঢাকা বিজনেস/বাপ্পা/এনই/ 



আরো পড়ুন