১৭ জুন ২০২৪, সোমবার



চিকিৎসকের চেম্বারে অজগর, অতপর...

বাগেরহাট সংবাদদাতা || ০৮ ফেব্রুয়ারী, ২০২৩, ০৫:৩২ পিএম
চিকিৎসকের চেম্বারে অজগর, অতপর...


বাগেরহাটের শরণখোলায় দন্ত চিকিৎসকের চেম্বার থেকে ৮ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ি বাজারের দন্ত চিকিৎসক মো. খানজাহান বাহাদুরের মুক্তা ডেন্টাল থেকে উদ্ধার করা হয়েছে। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সেচ্ছাসেবক শেখ নাজমুল এই তথ্য জানান। 

মুক্তা ডেন্টালের মালিক বলেন, ‘মঙ্গলবার বিকেলে চেম্বার খুলেই দেশি একটি অজগর। ধারণা করছি, খাবারের সন্ধানে সাপটি লোকালয়ে এসে আমার চেম্বারে ঢুকে পড়েছে।’

মো. খানজাহান বাহাদুর আরও বলেন, ‘আমি দ্রুত বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সেচ্ছাসেবক শেখ নাজমুল ও সিপিজির সদস্য মো মনির মোল্লাকে খবর পাঠাই। তারা এসে বিশালাকৃতির ওই অজগরটি উদ্ধার করেন। পরে বন বিভাগের সহায়তায় বিকালেই সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়।’ 

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সেচ্ছাসেবক শেখ নাজমুল বলেন, ‘আমারা তাফালবাড়ি বাজারের দন্ত চিকিৎসক খানজাহান বাহাদুরের মুক্তা ডেন্টাল চেম্বার থেকে অজগরটি উদ্ধার করি। এরপর বন-রক্ষীদের কাছে হস্তান্তর করি। তারা বিকালেই অজগারটিকে সুন্দরবনে অবমুক্ত করেন।’ 

ঢাকা বিজনেস/ বাপ্পা/এনই/



আরো পড়ুন