১৬ জুন ২০২৪, রবিবার



টাঙ্গাইলে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

টাঙ্গাইল সংবাদদাতা || ১৮ আগস্ট, ২০২৩, ০৭:০৮ পিএম
টাঙ্গাইলে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার


টাঙ্গাইলের কালিহাতীতে ১০ হাজার পিস ইয়াবাসহ ১ মাদক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার(১৭ আগস্ট) রাতে উপজেলার রাজাবাড়ী উত্তরপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল মান্নান (৩৮) একই এলাকার মৃত হামিদ সিকদারের ছেলে।

টাঙ্গাইলের ডিবি (দক্ষিণ) এর এসআই মো. নুরুজ্জামান তথ্যটি নিশ্চিত করেন।

এসআই মো. নুরুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রয়ের সময় আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৩০ লাখ টাকা। এ ঘটনায় কালিহাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।’

ঢাকা বিজনেস/এমএ/ 



আরো পড়ুন