১৮ মে ২০২৪, শনিবার



উদ্যোক্তা
প্রিন্ট

মিমের স্বপ্নে ঘেরা ‘ক্লাসিক্যাল কালেকশন বাই আফরা’

বেনজির আবরার || ৩১ জানুয়ারী, ২০২৩, ০৪:৩১ পিএম
মিমের স্বপ্নে ঘেরা ‘ক্লাসিক্যাল কালেকশন বাই আফরা’


আফরা রহিম মিম। থাকেন ঢাকায়। ইডেন কলেজে অনার্স শেষ বছরের শিক্ষার্থী তিনি। এক ছেলে ও এক মেয়ের মা তিনি। সঙ্গে আরো একটি বড় পরিচয় হলো-তিনি একজন উদ্যোক্তা। 

উদ্যোক্তা জীবন শুরু করেছিলেন ২০১৭ সালে। তিনি বলেন, ‌‘আমার পরিবারে আমরা দুই বোন। বাবা-মায়ের ভালোবাসার কেন্দ্রবিন্দু ছিলাম আমরা। আমার মা ২০২০ সালে ও বাবা ২০২২ সালে পৃথিবী ছেড়ে চলে যান।’

মিম বলেন, ‘২০১৭ সালের ৭ ডিসেম্বর আমার ব্যবসায় পথযাত্রা শুরু। Classical Collection by Afra নামে একটি ফেসবুক পেজ চালু করি। প্রথম দিকে কিছুটা শখের বসে এবং সময় কাটানোর অভিপ্রায় নিয়ে শুরু করলে ও পরে তা সম্মানিত গ্রাহকদের সাড়া পেয়ে বিস্তৃত আকারে পরিণত হয়। শুরু থেকেই আমার বাবা, মা এবং আমার স্বামী ব্যবসার সবক্ষেত্রেই সহযোগিতা করেন।’

‘আমার পেজে  প্রায় ৩ লাখের কাছাকাছি ফলোয়ার। ঘড়ির দেশ-বিদেশের নানা ধরনের কালেকশন এবং নানা বড় ব্রান্ডের চমৎকার কিছু ইউনিক ঘড়ি আমাদের বড় সেরা বিক্রি হওয়া পণ্য।’

মেয়েদের জন্য সুসংবাদ দিয়ে মিম বলেন, ‘সবার ভালোবাসায় আমি মুগ্ধ এবং আমি Classical Collection by RS নামে আরেকটি পেজ ওপেন করেছি। মূলত মেয়েদের ঘড়ির আইটেম নিয়ে আমার কাজ করা এবং আপনাদের ভালোবাসা ও দোয়া পেলে সামনে মেয়েদের আরো বিভিন্ন আইটেম নিয়ে কাজ করবো।’

ঢাকা বিজনেস/এইচ 



আরো পড়ুন