২২ নভেম্বর ২০২৪, শুক্রবার



দ্বিতীয় টেস্টেও দারুণ শুরু বাংলাদেশের, মিরাজের ৫ উইকেট

ঢাকা বিজনেস স্পোর্টস ডেস্ক || ৩১ আগস্ট, ২০২৪, ০১:৩৮ পিএম
দ্বিতীয় টেস্টেও দারুণ শুরু বাংলাদেশের, মিরাজের ৫ উইকেট


খুব ভালো সময় যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে স্বাগতিকদের ১০ উইকেটে হারানোর পর হাওয়ায় উড়ছে টিম টাইগার। বলা চলে প্রথম টেস্টের চেয়েও সুবিধাজনক অবস্থানে আছে দ্বিতীয় টেস্টের শুরুর দিনে। 

প্রথম দিনে ২৭৪ রানে পাকিস্তানকে অল আউট করে দিয়েছে বাংলাদেশ। এদিন জ্বলে উঠেছিলেন টাইগার বোলাররা। ৫ উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। ব্যাট করতে নেমেছেন বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান। ২ ওভার খেলে তারা রান করেছেন বিনা উইকেটে ১০। পাকিস্তানের চেয়ে তারা পিছিয়ে ২৬৪ রানে। সাদমান ইসলাম ৬ এবং জাকির হাসান শূন্য রানে অপরাজিত আছেন। বাই থেকে এসেছে ৪ রান। 

বৃষ্টির কারণে ম্যাচের প্রথম দিন শুক্রবার টস হয়নি, হয়নি খেলাও। শনিবার সকালে প্রথম টেস্টের মতোই টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দিনের প্রথম ওভারের শেষ বলেই উইকেট পান এই টেস্টে নতুন আসা পেসার তাসকিন আহমেদ। পাকিস্তানের রান তখন শূন্য। ডাক মারেন উদ্বোধনী ব্যাটার আব্দুল্লাহ শফিক। 

শান মাসুদ আউট হন দলীয় ১০৭ রানে। তার ব্যক্তিগত সংগ্রহ ৫৭। ১২২ রানে পড়ে তৃতীয় উইকেট। উদ্বোধনী ব্যাটার সাইম আইয়ুব করেন ৫৮ রান। চতুর্থ উইকেট পড়ে ১৫১ রানে, অধিনায়ক শান মাসুদ ফিরেন ৫৭ করে। বাবর আজম আউট হন ১৭৯ রানে, তিনি করতে পারেন ৩১ রান। এরপর কিছুটা প্রতিরোধ গড়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। কিন্তু তিনিও ফিরে যান দলীয় ২১১ রানে, তখন তার ব্যক্তিগত সংগ্রহ ২৯।  সপ্তম উইকেট পড়ে ২৩৭ রানে, ১২ করে সাজঘরে ফেরেন খুররম শাহজাদ। পাকিস্তানের রান যখন ২৪৬, তখন আউট হন পেসার মোহাম্মদ আলী, যার সংগ্রহ মাত্র ২ রান। তবে অল রাউন্ডার আগা সালমান ছিলেন দুর্দান্ত। তিনি এক প্রান্ত ধরে খেলছিলেন। ৯৫ বলে ৫৪ রান করে তিনি ফিরে যান দলীয় ২৭৪ রানে। পরের ব্যাটসম্যান আবরার আহমেদ ফেরেন ওই ২৭৪ রানেই। শূন্য রানে অপরাজিত ছিলেন মির হামজা।

বাংলাদেশের বোলারদের মধ্যে সফলতম স্পিনার মেহেদী হাসান মিরাজ। তিনি পেয়েছেন ৫ উইকেট। কম যাননি তাসকিনও। তিনিও ছিলেন দুর্দান্ত, পেয়েছেন ৩ উইকেট। নাহিদ রানা এবং সাকিব আল হাসান পেয়েছেন একটি করে উইকেট। উইকেশূন্য থেকেছেন কেবল হাসান মাহমুদ। 

এই টেস্টের সামনে আর মাত্র ৩ দিন। শেষ দিনে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে পিচ দেখে মনে হচ্ছে ভিষণ স্পোর্টি। এখানে পেসাররা যেমন ভালো করছেন, তেমিন বাজিমাত করছেন স্পিনাররাও। আগামী ২ দিনের ফল চলে আসতে পারে। 

সব মিলিয়ে বলা চলে দ্বিতীয় টেস্টে দারুণ একটা দিন কাটালো বাংলাদেশ। এখন এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে জয় আসতে পারে দ্বিতীয় টেস্টেও। তবে খেলাটি টেস্ট, ক্ষণে ক্ষনে যার রং বদলায়। তবে আশার কথা হলো- এই টেস্ট ড্র হলেও সিরিজ বাংলাদেশে। টাইগার ভক্তদের প্রত্যাশা আরেকটা জয় নিয়ে, ট্রফি নিয়ে দেশে ফিরুক নতুন বাংলাদেশ!



আরো পড়ুন