২২ নভেম্বর ২০২৪, শুক্রবার



খুলনায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে ৮৩৬ পরিবার

খুলনা সংবাদদাতা || ২০ মার্চ, ২০২৩, ১০:৩৩ এএম
খুলনায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে ৮৩৬ পরিবার


‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহপ্রদান কার্যক্রম চলমান রয়েছে।  ২২ মার্চ প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টায় তৃতীয় পর্যায়ের অবশিষ্ট ৭৯টি এবং চতুর্থ পর্যায়ের ৭৫৭সহ মোট ৮৩৬ ভূমিহীন-গৃহহীন পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করবেন। সোমবার (২০ মার্চ) দুপুরে খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন তার সম্মেলনকক্ষে প্রেসব্রিফিংকালে এই  তথ্য জানান।

জেলা প্রশাসক জানান, এর মধ্যে রূপসা উপজেলায় ৭৫, তেরখাদায় ৯০, ডুমুরিয়ায় ২০০, পাইকগাছায় ৬৬, দাকোপে ৭৫, বটিয়াঘাটায় ৮০, দিঘলিয়ায় ১৮০ এবং ফুলতলা উপজেলায় ৭০ পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হবে।

জেলা প্রশাসক আরও জানান, খুলনা জেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনের কাজ সফলভাবে পরিচালিত হচ্ছে। চতুর্থ পর্যায়ে ঘর নির্মাণে ব্যয় হয় প্রায় ২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা।  

প্রেসব্রিফিং এ জানানো হয়, ‘ক’ শ্রেণির পরিবার বলতে বোঝানো হবে, যার জমি ও ঘর কিছুই নেই, এমন ভূমিহীন-গৃহহীন, ছিন্নমূল ও অসহায় দরিদ্র পরিবারকে।  ’খ’ শ্রেণির পরিবার  বলতে বোঝানো হবে, যার সর্বোচ্চ ১০ শতাংশ জমির সংস্থান আছে কিন্তু ঘর নেই এমন পরিবারকে। 

‘ক’ শ্রেণির পরিবারের জন্য অগ্রাধিকার ভিত্তিতে সরকারি নিষ্কণ্টক খাস জমি, সরকারিভাবে কেনা জমি, সরকারের অনুকূলে কারও দান করা জমি অথবা অধিগ্রহণ করা জমি থেকে ভূমিহীন-গৃহহীনদের ২ শতক জমিসহ সেমিপাকা একক গৃহ প্রদানের মাধ্যমে পুনর্বাসন করা হচ্ছে। খাস জমির সংস্থান না থাকায় খুলনা জেলার পাইকগাছা উপজেলায় ৩.৭০ একর, দিঘলিয়া উপজেলায় ২.৪১৮ একর, বটিয়াঘাটা উপজেলায় ২.০০ একর, ফুলতলা উপজেলায় ৪.১২ একর এবং রূপসা উপজেলায় ০.২৪ একরসহ মোট ১২.৪৭৮ একর জমি  কেনা হয়েছে।

প্রেসব্রিফিং এ আরও জনানো হয়, খুলনা জেলার মোট ভূমিহীন-গৃহহীন পরিবারের সংখ্যা ৫ হাজার ৫২৯। ইতোমধ্যে প্রথম পর্যায়ে ৯২২, দ্বিতীয় পর্যায়ে ১ হাজার ৩৫১ এবং তৃতীয় পর্যায়ে ৯০৬ পরিবারকে জমির মালিকানাসহ গৃহ হস্তান্তর করা হয়েছে। চলমান চতুর্থ পর্যায়ে তৃতীয় ধাপে বরাদ্দ পাওয়া মোট ঘরের সংখ্যা ১ হাজার ৮১৯। বর্তমানে কাজ চলমান ১ হাজার ৬২ গৃহে ভূমিহীন-গৃহহীন পুনর্বাসনের পর খুলনা জেলায় অবশিষ্ট  ৩৭৬ ভূমিহীন-গৃহহীন পরিবার থাকবে। 

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর তৈরি ব্যারাকে তেরখাদা উপজেলায় ৩০, পাইকগাছায় ৭৩ ও দাকোপ উপজেলায় ৫০সহ মোট ১৫৩ এবং খুলনা-১ আসনের সংসদ সদস্যের দেওয়া দাকোপ উপজেলায় দুই ভূমিহীন-গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

 ঢাকা বিজনেস/তুরান/এনই/



আরো পড়ুন