২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে ২ জাহাজ মোংলায়

বাগেরহাট সংবাদদাতা || ২৯ জানুয়ারী, ২০২৩, ০৮:০১ পিএম
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে ২ জাহাজ মোংলায়


রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে দুটি বিদেশি জাহাজ বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছে। রোববার (২৯ জানুয়ারি) বিকেল জাহাজ দু'টি মোংলাবন্দরে নোঙ্গর করে। বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ শাহীন মজিদ এই তথ্য নিশ্চিত করেছেন।  

জাহাজ দুটি হলো ভ্যানুয়াটির পতাকাবাহী ‘এমভি আনকা সান’ ও লাইবেরিয়ার পতাকাবাহী ‘এমভি স্পোডিল্লা’। জাহাজগুলো  রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ও নবরস্ট্রি বন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে এসেছে।

বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ শাহীন মজিদ জানান, এমভি আনকা সান জাহাজে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ১৯৭৯ প্যাকেজের ১ হাজার ৪০০ দশমিক ৪২ মেট্রিক টন এবং এমভি স্পোডিল্লায় ৪৩৬ প্যাকেজের ৫১৮ দশমিক ৪২১ মেট্রিকটন যন্ত্রপাতি এসেছে। তিনি আরও জানান, দুই জাহাজে রূপপুর  বিদ্যুৎকেন্দ্রের মোট  ১ হাজার ৯০০ মেট্রিক টন যন্ত্রপাতি থাকার কথা রয়েছে ।

মোহাম্মদ শাহীন মজিদ জানান, যন্ত্রপাতি খালাসের কাজ শুরু হয়েছে।  দুই দিনের মধ্যেই যন্ত্রপাতি খালাসের কাজ শেষ হবে। 

ঢাকা বিজনেস/বাপ্পা/এনই 




আরো পড়ুন