গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের বর্বরোচিত হামলায় গাজা উপত্যকায় এ পর্যন্ত ৬৪৪ ফিলিস্তিনি ক্রীড়াবিদ শহীদ হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি ফুটবল ফেডারেশন। খবর: পার্সটুডে
এক বিবৃতিতে ফিলিস্তিনি ফুটবল ফেডারেশন জানিয়েছে, ইসরায়েলের অপরাধযজ্ঞ কেবল আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘনই নয় বরং তা প্রতিরোধের চেতনা এবং ফিলিস্তিনি জনগণের জীবনকে ধ্বংস করার একটি সুস্পষ্ট প্রচেষ্টাও।
বিশ্ব ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি ইসরায়েলের অপরাধ বন্ধ করতে চেষ্টা করা এবং আশা ও স্থিতিশীলতার প্রতীক ফিলিস্তিনি ক্রীড়াবিদদের সমর্থন করার আহ্বান জানিয়েছে।
এর আগে ফিলিস্তিনি কর্তৃপক্ষের মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে- সাংবাদিক, ডাক্তার, ক্রীড়াবিদ ও বিশিষ্ট ফিলিস্তিনি রাজনৈতিক ব্যক্তিত্বদের লক্ষ্যবস্তু করা একটি নৃশংস কাজ এবং এটি ইসরায়েলি বাহিনীর একটি পরিকল্পিত অপরাধযজ্ঞ।
এসব অপরাধযজ্ঞের দায়ভার সম্পূর্ণ ইসরায়েলের দখলদার সরকার, মার্কিন সরকার ও তাদের সমর্থক ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্সের ওপর বর্তায়।
পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থনে ইসরায়েলি সরকার গাজা উপত্যকা এবং জর্ডান নদীর পশ্চিম তীরে নিরস্ত্র এবং নির্যাতিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে একটি নতুন গণহত্যা শুরু করেছে।
সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, গাজায় ইহুদিবাদী শাসকদের হামলায় ৪৫ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ এবং এক লাখ ১০ হাজারের বেশি ফিলিস্তিতি আহত হয়েছে।