১৯ মে ২০২৪, রবিবার



যৌথ নদী কমিশনের সদস্য হলেন ড. আবুল হোসেন

ঢাকা বিজনেস ডেস্ক || ২৯ জানুয়ারী, ২০২৩, ০৪:৩১ পিএম
যৌথ নদী কমিশনের সদস্য হলেন ড. আবুল হোসেন


যৌথ নদী কমিশনের সদস্য পদে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ আবুল হোসেন। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) পানিসম্পদ মন্ত্রণালয়ের সহকারী সচিব আ স ম সুজা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পানি সম্পদ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) ড. মোহাম্মদ আবুল হোসেনকে যৌথ নদী কমিশন, বাংলাদেশের সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথাও বলা হয়েছে প্রজ্ঞাপনে।

উল্লেখ্য যে, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মোহাম্মদ আবুল হোসেন সীমান্ত নদী পানি বণ্টন সমস্যা বিষয়ে গবেষণা করে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। তার গবেষণার ফল অনেক আন্তর্জাতিক  জার্নাল ও কনফারেন্সে প্রকাশিত হয়েছে। তার স্ত্রী গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ড. ফারজান আকতার বাংলাদেশের সিভিল সার্ভিসে প্রকৌশলীদের মধ্যে প্রথম ডক্টরেট ডিগ্রি অর্জনকারী নারী।  

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন