২৬ জুন ২০২৪, বুধবার



হবিগঞ্জে ট্রাকের ধাক্কা প্রাইভেটকারে, নিহত ৫

ঢাকা বিজনেস ডেস্ক || ০২ মে, ২০২৪, ১০:০৫ এএম
হবিগঞ্জে ট্রাকের ধাক্কা প্রাইভেটকারে, নিহত ৫


হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের ধাক্কায় ৫ প্রাইভেটকার আরোহী নিহত হয়েছেন। বুধবার (১ মে) দিবাগত রাত  দেড়টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম খান এই তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, বিদেশ থেকে ফেরা এক ব্যক্তি ও অন্যদের নিয়ে প্রাইভেটকারটি রাতে ঢাকা থেকে ছেড়ে আসে। রাত দেড়টার দিকে হরিতলা নামক জায়গায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাক সামনের দিক থেকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়।

ওসি আরও জানান, প্রাইভেটকার থেকে এক নারীসহ পাঁচ জনের লাশ উদ্বার করা হয়েছে। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। লাশগুলো হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া গাড়ি দুটি জব্দ করা হয়েছে।



আরো পড়ুন