১৮ মে ২০২৪, শনিবার



পাঠ্যপুস্তকে ভুল-অসঙ্গতি নির্ণয়ে ২ কমিটি: শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার || ২৪ জানুয়ারী, ২০২৩, ০৬:৩১ পিএম
পাঠ্যপুস্তকে ভুল-অসঙ্গতি নির্ণয়ে ২ কমিটি: শিক্ষামন্ত্রী


পাঠ্যপুস্তকে ভুল ও অসঙ্গতি নির্ণয়ে দুটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (২৪ জানুয়ারি) তিনি এতথ্য জানান। 

এর আগে মন্ত্রী এক অনুষ্ঠানে বলেন ‘পাঠ্যবইয়ের সব যৌক্তিক ভুল সংশোধন করা হবে, কিন্তু কোনো মিথ্যাচার মেনে নেওয়া হবে না।

তিনি বলেন, ‘পাঠ্যবইয়ে যেসব ভুল এখন পর্যন্ত পাওয়া গেছে তা সংশোধন করে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। বাকি বইগুলো সবার জন্য উন্মুক্ত আছে। সবাই মতামত দিন। যেসব মতামত যৌক্তিক হবে, সেগুলো গ্রহণ করা হবে।’

ডা. দীপু বলেন, ‘আমি কৃতজ্ঞ ও আনন্দিত যে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড নয়, দেশের সব মানুষ পাঠ্যবই পড়ছেন। আমি চাই, তারা এটি আরও সূক্ষ্মভাবে দেখুক এবং গঠনমূলক সমালোচনা ও পরামর্শ আমাদের দিক। আমরা খোলা মনে সব পরামর্শ বিবেচনা করবো এবং যৌক্তিক মনে হলে তা পরিমার্জন, পরিশোধন, পরিশীলন করবো।’

তিনি বলেন, ‘আমাদের ভুল হতে পারে, আমরা মানুষ। ৩৫ কোটি বই ছাপা হয়, এটি বিশাল কর্মযজ্ঞ। আমরা সব যৌক্তিক ভুল সংশোধন করবো।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘পশ্চিমবঙ্গে বাতিল হওয়া একটি বইয়ের বর্ণপরিচয় থাকা একটি পৃষ্ঠার সঙ্গে আমার ছবি দিয়ে বলা হচ্ছে আমি পৌত্তলিকতা শেখাচ্ছি। সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে দিয়ে জীবনের হুমকি দেওয়া হলে তা সামাজিকতা নয়।’

নবম-দশম শ্রেণির বই নিয়ে বিতর্কের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এটি ১০ বছর পর ধরা পড়েছে। এটি দেশের একজন প্রখ্যাত শিক্ষাবিদ সংশোধন করেছেন। তিন দফায় সংশোধন করা হলেও সেই ভুল রয়ে গেছে। সেটি এবার সংশোধন করে দেওয়া হয়েছে।’

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন