০৫ নভেম্বর ২০২৪, মঙ্গলবার



নতুন পাটপণ্য তৈরি করে বিদেশে বাজার খুঁজে করুন: প্রধানমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ১৪ মার্চ, ২০২৪, ০১:৩৩ পিএম
নতুন পাটপণ্য তৈরি করে বিদেশে বাজার খুঁজে করুন: প্রধানমন্ত্রী


সোনালি আঁশ বিদেশে রপ্তানি করে উন্নত ও সমৃদ্ধ ‘সোনার বাংলাদেশ’ গড়ার সম্ভাবনাকে গতিশীল করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘পরিবেশবান্ধব পণ্যের বিশাল বাজার থাকায় রপ্তানি বাড়াতে নতুন পাটজাত পণ্য আবিষ্কার করুন। আর বিদেশেও নতুন বাজার খুঁজে বের করুন।’ বৃহস্পতিবার (১৪ মার্চ) জাতীয় পাট দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ছয়টি পাটকল ও ‘বহুমুখি পাটপণ্য মেলা-২০২৪’-এর উদ্বোধনকালে ভাষণে আহ্বান জানান। 

শেখ হাসিনা বলেন, ‘অনেক বাজার আমাদের জন্য অপেক্ষা করছে। পাটের বহুমুখী উৎপাদন ও ব্যবহার নিশ্চিত করতে হবে। পাট কৃষিপণ্য, আবার শিল্পের কাঁচামাল। রপ্তানিও হয়। এটি কৃষিরও প্রণোদনা পায় না, আবার রপ্তানিরও প্রণোদনা পায় না। আমি পরিবেশবান্ধব এ পণ্যটিকে কৃষিজাত ও রফতানিমুখী পণ্যের স্বীকৃতি এবং প্রণোদনা দেবো।’ 

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি পাটের সঙ্গে যুক্ত সবাইকে বলছি, আমি একটি সম্পদ আপনাদের কাছে হস্তান্তর করেছি, এর যত্ন নিন। এর সঠিক ব্যবহারে আপনি এবং দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে।’

 যারা পাটকলের ইজারা পেয়েছেন, তাদের প্রতিশ্রুতি মেনে চলার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা এই খাতে বিদেশি বিনিয়োগকারীদের আনবেন এবং মিলগুলো যৌথভাবে পরিচালনা করবেন। 

শেখ হাসিনা বলেন, ‘সোনালি আঁশ, সোনার বাংলা গড়ে তোলায় বিরাট ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আমাদের সমৃদ্ধিকে আরও ত্বরান্বিত করবে। জাতির পিতার ক্ষুধা দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলায় সহায়ক হবে। এজন্য পাটের বহুমুখী ব্যবহারে নানা উদ্যোগ নেবো।’ 

/ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন