২৯ সেপ্টেম্বর ২০২৪, রবিবার



ক্যাম্পাস
প্রিন্ট

জাবিতে ‘আত্মহত্যা প্রতিরোধে সহপাঠীর ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

জাবি সংবাদদাতা || ১১ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:৩৯ এএম
জাবিতে ‘আত্মহত্যা প্রতিরোধে সহপাঠীর ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে ‘আত্মহত্যা প্রতিরোধে সহপাঠীর ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক এই কর্মশালা উদ্বোধন করেন। 

অধ্যাপক শেখ মো. মনজুরুল হক বলেন, ‘মানুষের জীবন ফুলের মতো সুন্দর। যেকোনো পরিস্থিতি মোকাবেলা করে জীবনকে ভালোবাসতে হবে। আত্মহত্যা কিংবা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার মধ্যে সমাধান নেই।’

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার বলেন, ‘শিক্ষার্থীদের একাকীত্ব পরিহার করতে হবে। পাশাপাশি সামাজিক বন্ধনকে সম্মান ও শ্রদ্ধা করতে হবে। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধি করতে হবে, যেন একজন তার সম্যস্যার কথা অন্যকে বলে নিজেকে হালকা করতে পারে।’

শিক্ষার্থীকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহর সভাপতিত্বে কর্মশালায় বক্তারা বলেন, ‘প্রতিবছর সারা বিশ্বে ৭ লাখেরও বেশি মানুষ আত্মহত্যা করে। বিশ্বে আত্মহত্যার শতকরা ৭৭ ভাগ ঘটে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে। বাংলাদেশে প্রতি বছর প্রায় ১০ হাজার মানুষ আত্মহত্যা করে। আত্মহত্যার এই প্রবণতা রোধে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে।’

বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রকৃত কারণ অনুসন্ধান ও অধিকতর গবেষণার মাধ্যমে আত্মহত্যা রোধে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান তারা। এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ঢাকা বিজনেস/উজ্জল/এন



আরো পড়ুন