০৫ নভেম্বর ২০২৪, মঙ্গলবার



একদিন বন্ধের পর হিলিবন্দর ফের চালু

দিনাজপুর প্রতিনিধি || ২২ ফেব্রুয়ারী, ২০২৪, ০৬:৩২ এএম
একদিন বন্ধের পর হিলিবন্দর ফের চালু


মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) থেকে ফের দিনাজপুরের হিলিবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এদিন, বেলা ১২টার দিকে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ শুরু করে। হিলি স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জামিল হোসেন চলন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

জামিল হোসেন বলেন, ‘গতকাল বুধবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারি ছুটির কারণে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। আজ বৃহস্পতিবার থেকে যথারীতি কার্যক্রম শুরু হয়েছে।’

হিলি চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল আলম ঢাকা বিজনেসকে বলেন, ‘গতকাল বুধবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হিলি বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে, চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।’

ঢাকা বিজনেস/বুলু/



আরো পড়ুন