বেশ ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল। পাকিস্তান সফর দিয়ে শুরু, এরপর ভারত সফর। সবশেষ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ। সদ্য সমাপ্ত এই সিরিজ শেষে বাংলাদেশ এবার মুখোমুখি হচ্ছে আফগানিস্তানের।
সংযুক্ত আরব আমিরাতের শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন এই সিরিজের জন্য ইতোমধ্যে দেশটিতে পৌঁছেছে টাইগাররা। আগামী ৬ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে।
পাকিস্তানকে তাদের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করলেও এরপর টানা সাত ম্যাচে হেরেছে টাইগাররা। এর মধ্যে ভারতের মাঠে দুইটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টিতে হারে শান্তর দল। সবশেষ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে ধবলধোলাই হয় বাংলাদেশ।
টানা হোয়াইটওয়াশের বৃত্তে ঘুরপাক খাওয়া টাইগারদের ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে আফগান সিরিজ দিয়ে। শান্তদের জন্য আসন্ন ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির মঞ্চ হতে পারে এই সিরিজ। এই সিরিজে সাকিবের খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে তাকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
আগামী বুধবার (৬ নভেম্বর) শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে ৯ নভেম্বর (শনিবার) দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে১১ নভেম্বর। সবগুলো ম্যাচই মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
বাংলাদেশের স্কোয়াড : সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।
আফগানিস্তানের স্কোয়াড : হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), একরাম আলিখিল (উইকেটরক্ষক), আব্দুল মালিক, রিয়াজ হাসান, সেদিকউল্লাহ অটল, দারভিশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, নাঙ্গিয়াল খারোতি, আল্লাহ মোহাম্মদ গাজানফর, নুর আহমেদ, ফজল হক ফারুকি, বিলাল সামি, নাভিদ জাদরান, ফরিদ আহমেদ মালিক।