২৬ জুন ২০২৪, বুধবার



লাইফ স্টাইল
প্রিন্ট

শীতে ফাটছে ঠোঁট, যেভাবে মিলবে মুক্তি

ঢাকা বিজনেস ডেস্ক || ১৭ ডিসেম্বর, ২০২৩, ০১:১২ পিএম
শীতে ফাটছে ঠোঁট, যেভাবে মিলবে মুক্তি


শীতকাল শুরু হলেই ফাটতে শুরু করে ঠোঁট, উঠে যায় চামড়া। ঠান্ডা অল্প বা বেশি যেমনই হোক না কেন, ঠোঁট ফেটে চামড়া উঠতেই পারে। ফলে একদিকে দেখতে লাগে খারাপ, অন্যদিকে ঝাল খাবার খেতে গেলেও হয় কষ্ট। এ অবস্থায় মেয়েরা লিপস্টিক দিয়েও ঠোঁটের ফাটল আড়াল করতে ব্যর্থ হয়। শীতকালে তাই প্রয়োজন ঠোঁটের একটু বাড়তি যত্ন।

পর্যাপ্ত যত্ন নিলে শীতেও ঠোঁটে থাকবে বসন্তের কোমলতা। শরীরের অন্যতম স্পর্শকাতর এই অংশের পর্যাপ্ত যত্ন না নিলে ঠোঁটের চামড়া অতিরিক্ত পরিমাণে শুষ্ক হয়ে যায়। ত্বকের মতো ঠোঁটের যত্ন নিতে অনেকেই ভরসা রাখেন বাজারের নানা প্রসাধনীর ওপর। কখনো কখনো তা আবার হিতে বিপরীত হয়ে দাঁড়ায়। তাই ঠোঁটের যত্ন নিতে ভরসা রাখতে পারেন কিছু ঘরোয়া টিপসের উপর।

পেট্রোলিয়াম জেলির সঙ্গে মধু মিশিয়ে নিন

ঠোঁটের যত্নে অনেকেই পেট্রোলিয়াম জেলি ব্যবহার করেন। তবে শুধু পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলে চলবে না। পেট্রোলিয়াম জেলির সঙ্গে খানিকটা মধু মিশিয়ে নিন। তারপর তুলো দিয়ে তা পুরো ঠোঁটে বুলিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। দেখবেন ট্রোলিয়াম জেলির সঙ্গে মধু মিশিয়ে ব্যবহারে ঠোঁট হয়েছে মসৃণ, আর ঠোঁট ফাটাও হবে বন্ধ।

গ্লিসারিনের সঙ্গে অলিভ অয়েল

ত্বকের যত্নে অনেকেই ব্যবহার করেন গ্লিসারিন। তবে ঠোঁটেও ব্যবহার করতে পারেন এটি। তবে গ্লিসারিনের সঙ্গে অল্প অলিভ অয়েল মিশিয়ে ঠোঁটে মাখলে পাবেন বিশেষ সুবিধা। এটি ময়েশ্চারাইজ়ারের কাজ করবে। ফলে ঠোঁট ফাটা বন্ধ হয়ে তা হবে কোমল ও মসৃণ।

চালের গুঁড়োর মিশ্রণ

শীতে অতিরিক্ত ঠোঁট ফাটার প্রবণতা রয়েছে অনেকেরই। এক্ষেত্রে চালের গুঁড়োর সঙ্গে অল্প পানি মিশিয়ে ১৫ থেকে ২০ মিনিট এই মিশ্রণ ঠোঁটে লাগিয়ে রাখতে পারেন। এতে ঠোঁটের মরা চামড়া উঠে আসবে সহজেই। আর ঠোঁট দেখতেও হবে সুন্দর।

তিলের তেল

শুষ্ক ঠোঁটের সমস্যা এড়াতে ভরসা করতে পারেন তিলের তেলের ওপর। তিলে থাকা নানা স্বাস্থ্যকর উপাদান ভিতর থেকে ঠোঁটের যত্ন নেয়। এটি ঠোঁট মসৃণ এবং মোলায়েম রাখতে সত্যিই দারুণ উপকারী।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন