মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারের জন্য উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের অপেক্ষা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। শুক্রবার (১৯ জানুয়ারি) তারা এই তথ্য জানান।
এর আগে, বুধবার সকাল ৮টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরি ঘাটের কাছে ইউটিলিটি ফেরি রজনীগন্ধা নোঙর করে থাকা অবস্থায় পদ্মা নদীতে ডুবে যায়। উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম দিয়ে উদ্ধার কাজ পরিচালনা করা হলেও শুক্রবার দুপুর ১২টা পেরিয়ে গেলেও ফেরিটি উদ্ধার করা যায়নি।
আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম শাহ খালেদ নেওয়াজ বলেন, ‘উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তমের ধারণক্ষমতার চেয়ে ফেরির ওজন বেশি থাকায় ফেরিটি উদ্ধার কাজ শুরু করা সম্ভব হয়নি। উদ্ধারকারী জাহাজ প্রত্যয় এসে ফেরিটি উদ্ধারের কাজ শুরু করবে।’