২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



রংপুর রাইডার্সের নতুন কোচ মিকি আর্থার

ক্রীড়া ডেস্ক || ২৯ অক্টোবর, ২০২৪, ০৫:১০ পিএম
রংপুর রাইডার্সের নতুন কোচ মিকি আর্থার


দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসর। চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টটিকে ঘিরে ব্যাপক প্রস্তুতিতে মেতেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। শিরোপা জয়ের লক্ষ্যে কোমর বেঁধে নেমেছে সাতটি দলই। 

পিছিয়ে নেই ২০১৭ আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সও। তারকা খেলোয়াড় দলে ভেড়ানোর পাশাপাশি হাই প্রোফাইল কোচিং প্যানেল গড়ার দিকেও নজর দলটির। তারই ধারাবাহিকতায় এবার ফ্র্যাঞ্চাইজিটি প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী কোচ মিকি আর্থারকে।

মিকি আর্থার আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব পালন করেন। দক্ষিণ আফ্রিকার এই কোচ রংপুর রাইডার্সের দায়িত্ব পালন শুরু করবেন নভেম্বর থেকেই। আগামী ২৬ নভেম্বর গায়ানায় শুরু হতে যাওয়া গ্লোবাল সুপার লিগ তার প্রথম অ্যাসাইনমেন্ট।

আর্থার সম্প্রতি লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাম্বুলা অরার প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। এছাড়া বর্তমানে কাউন্টি দল ডার্বিশায়ারের ক্রিকেট পরিচালকের দায়িত্বও পালন করছেন তিনি। রংপুর এক বছরের চুক্তি করেছে এই প্রোটিয়া কোচের সঙ্গে। 

আর্থারের নিয়োগ প্রসঙ্গে রংপুরের পরিচালক শানিয়ান তানিম বলেন, ‘আমরা জিএসএল ও বিপিএলের জন্য মিকি আর্থারের সঙ্গে চুক্তি করেছি। এটা ১ বছরের চুক্তি। এই বছরে সে এই দুই টুর্নামেন্টে আমাদের দায়িত্বে থাকবে। সে আমাদের দলের জন্য অসাধারণ এক সংযোজন। স্থানীয় খেলোয়াড়েরা তার কোচিং পাওয়ার জন্য রোমাঞ্চিত।’

দ্বিতীয় বারের মতো বিপিএলে কোচ হিসেবে আসছেন আর্থার। এর আগে ২০১৫ সালে ঢাকা ডায়নামাইটসের কোচের দায়িত্ব পালন করেছিলেন এই প্রোটিয়া কোচ । তার অধীনে ঢাকা ছয় দলের টুর্নামেন্টে চতুর্থ হয়েছিল।



আরো পড়ুন