২৯ জুন ২০২৪, শনিবার



হিলিতে উঠেছে নতুন শিম, কেজি ২০০ টাকা

আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) || ০৫ আগস্ট, ২০২৩, ০৩:০৮ পিএম
হিলিতে উঠেছে নতুন শিম, কেজি ২০০ টাকা


দিনাজপুরের হিলিতে বাজারে উঠেছে নতুন শিম। বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। তবে বিক্রি কম বলে জানান বিক্রেতারা। কেউ কেউ শখের বসে নতুন পণ্য হিসেবে ৫০০ গ্রাম বা তার কমও কিনছেন। ক্রেতারা বলছেন, অনেকদিন ধরেই আলু, বেগুন, পটলসহ অন্যান্য তরিতরকারি খেয়েছি। যেহেতু বাজারে নতুন সবজি শিম উঠেছে, তাই একটু কিনলাম। 

শনিবার (৫ আগস্ট) হিলি বাজারে বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বললে তারা এমন তথ্য জানান। 

হিলি কাঁচাবাজারের সবজি ক্রেতা মো. সোলাইমান আলী বলেন, ‌‘এই মৌসুমে আজকে প্রথম বাজারে শিম দেখলাম একটি দোকানে। তবে দাম বেশি। প্রতিকেজি শিম বিক্রি করছে ২০০ টাকা দরে। যেহেতু অনেকদিন পর বাজারে এসেছে শিম, তাই ৫০০ গ্রাম কিললাম। তবে আমার কাছে ১০ টাকা কম নিয়েছে। ৫০০ গ্রাম সিমের দাম নিয়েছে ৯০ টাকা।’ 

আরেক ক্রেতা মো. রফিকুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরেই আলু, পটল, বেগুন, পুইশাক খেয়ে আসছি। আজ বাজারে এসে দেখি শিম উঠেছে। কিন্তু দাম তুলনামূলক বেশি। তাই নতুন পণ্যটি ২৫০ গ্রাম কিনলাম ৫০ টাকা দিয়ে।’ 

তিনি আরও বলেন, ‘শিমগুলো এখনো বিচি হয়নি। আকারেও ছোট। তারপর কিনলাম মেনুতে পরিবর্তন আনতে। ধীরে ধীরে হয়তো দাম কমে আসবে।’ 

হিলি বাজারের শিম বিক্রেতা মো. আশরাফ আলী ঢাকা বিজনেসকে বলেন, ‘মাত্র বাজারে নুতন শিম এসেছে। যে কৃষক আগাম শিম লাগিয়েছিলেন, তারাই বাজারে এসব নিয়ে আসছেন। এখনো পুরোদমে বাজারে শিম আসা শুরু হয়নি।’ 

আশরাফ আলী বলেন, ‘এই শিমগুলো আমি পাশের উপজেলা পাঁচবিবি থেকে ১৬০ টাকা দরে কিনে এনেছি। কোনো ক্রেতা ১ কেজি নিলে ১৭০ টাকা কেজি, ৫০০ গ্রাম নিলে ১৮০ টাকা কেজি আর কোনো ক্রেতা যদি ২৫০ গ্রাম নেন, তাহলে ২০০ টাকা কেজি দরে বিক্রি করছি। তবে ২৫০ গ্রাম সিম কেনার ক্রেতাই বেশি। বাজারে পর্যাপ্ত সিমের সরবরাহ হলে দাম কমে আসবে।’ 

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন